GK ক্যুইজ : বিশ্বের কোন জঙ্গলের গাছ হেঁটে চলে ও গাছটির নাম কী?

হেঁটে চলে এমন গাছটির নাম কী?

General Knowledge Quiz : শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। এই সময় তারা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এছাড়া সাধারণ জ্ঞান মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তোলে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ গঙ্গা নদীর কোন অংশকে জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ প্রয়াগরাজ থেকে হলদিয়া।

২) প্রশ্নঃ কোন যুদ্ধের পর সম্রাট অশোক (Ashoka) বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ কলিঙ্গ যুদ্ধ

৩) প্রশ্নঃ ম্যালেরিয়া (Malaria) রোগের ঔষধ কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
উত্তরঃ সিঙ্কোনা নামক উদ্ভিদ থেকে।

৪) প্রশ্নঃ ভারতবর্ষের মৌলিক অধিকার গুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ আমেরিকা।

৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ডাইনোসরের (Dinosaur) ডিমের জীবাশ্ম পাওয়া গিয়েছিল?
উত্তরঃ মধ্যপ্রদেশের বাঘনী নদীর তীরে ডাইনোসরের ডিমের জীবাশ্ম পাওয়া গিয়েছে।

Image

৬) প্রশ্নঃ কোন দেশের একজন মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায়?
উত্তরঃ আইসল্যান্ড (Iceland) একমাত্র দেশ যেখানে একজন মেয়েকে বিয়ে করার পর সরকারি চাকরি পাওয়া যায়।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে কয়লা উৎপাদন হয়?
উত্তরঃ ঝাড়খণ্ডে।

৮) প্রশ্নঃ ভারতের কোন রেলওয়ে স্টেশনটি অর্ধেক রাজস্থান ও অর্ধেক মধ্যপ্রদেশে রয়েছে?
উত্তরঃ ‘ভবানী মান্ডি রেলওয়ে’ (Bhavani Mandi Railway) যার অর্ধেক রাজস্থানে ও অর্ধেক মধ্যপ্রদেশে রয়েছে।

৯) প্রশ্নঃ কে প্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে?
উত্তরঃ ১৫৪৩ সালে নিকোলাস কোপার্নিকাস (Nicolaus Copernicu) বলেছিলেন যে, পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলিও সূর্যের চারিদিকে ঘুরছে।

Image

১০) প্রশ্নঃ বিশ্বের কোন জঙ্গলের গাছ হেঁটে চলে ও গাছটির নাম কী?
উত্তরঃ দক্ষিণ আমেরিকার জঙ্গলে এক বিশেষ প্রজাতির উদ্ভিদ রয়েছে, যারা জায়গা বদল করতে পারে। এই কারণে ওই গাছটিকে বলা হয় ‘ওয়াকিং পাম’ (Walking Palm)।