কুইজ : নোকিয়া বা স্যামসাং নয়, ভারতে প্রথম কোন কোম্পানির মোবাইল ফোন এসেছিল?

কোন কোম্পানির মোবাইল ফোনটি ভারতে প্রথম এসেছিল?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যে কোন ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। মেধাবী ছাত্রছাত্রীরা নিয়মিত এই ধরনের প্রশ্নগুলি খোঁজার চেষ্টা করেন এবং তারা সাফল্য পান। এছাড়া সাধারণ জ্ঞানের মাধ্যমে দেশ বিদেশ সম্পর্কিত নানান তথ্যগুলিও জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ পাশের বাড়ির কাকু যদি আপনার প্রতিবেশী হয় তাহলে পাশের বাড়ির কাকিমা আপনার কে হবে?
উত্তরঃ প্রতিবেশিনি।

২) প্রশ্নঃ কোন বাঙালি খাবারটি সুনিতা উইলিয়ামস মহাকাশে নিয়ে গিয়েছিলেন?
উত্তরঃ সিঙ্গারা।

৩) প্রশ্নঃ কোন দেশের পুরুষেরা সবচেয়ে বেশি লম্বা হয়?
উত্তরঃ নেদারল্যান্ডের (Netherlands) পুরুষেরা তুলনামূলকভাবে লম্বা হয়ে থাকে।

৪) প্রশ্নঃ কোন সিনেমায় একটি গানে সোনু নিগম ৫৪ রকমের আলাদা আলাদা কণ্ঠস্বরে গান গেয়েছিলেন?
উত্তরঃ অক্ষয় কুমার অভিনীত ‘তিস মার খান’ সিনেমা।

৫) প্রশ্নঃ আইফেল টাওয়ার (The Eiffel Tower) কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারটি সেইন নদীর তীরে অবস্থিত।

Image

৬) প্রশ্নঃ বলুন তো পায়ের সাথে কোন অঙ্গ করলে মানুষের মাথা খারাপ হয়ে যায়?
উত্তরঃ পায়ের সাথে গলা যোগ করলে অর্থাৎ পাগলা হয়। সুতরাং, মানুষের তখন মাথা খারাপ হয়।

৭) প্রশ্নঃ পৃথিবীর চওড়া নদী আমাজন, ভারতের সবচেয়ে চওড়া নদী কি জানেন?
উত্তরঃ ভারতের সবচেয়ে চওড়া নদী হল ব্রহ্মপুত্র (Brahmaputra)।

৮) প্রশ্নঃ জানেন কুকুরকে কখন ভগবান করা যায়?
উত্তরঃ আসলে কুকুরের ইংরেজি শব্দ DOG, যাকে উল্টে দিলেই GOD অর্থাৎ ভগবান হয়ে যাবে।

৯) প্রশ্নঃ মানুষের শরীরে কত শতাংশ জল থাকে?
উত্তরঃ মানুষের শরীরে ৮০ শতাংশ জল থাকে।

Image

১০) প্রশ্নঃ নোকিয়া বা স্যামসাং নয়, ভারতে প্রথম কোন কোম্পানির মোবাইল ফোন এসেছিল?
উত্তরঃ মোটোরোলা (Motorola) কোম্পানির ফোন, যার মডেল ছিল DYNTAC 8000X