ইন্টারভিউ প্রশ্ন : এমন কোন শব্দ যা কুমারী মেয়েরা সবার সামনে বলতে পারেনা?

কুমারী মেয়েরা সবার সামনে বলতে পারেনা এমন কোন শব্দ?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষায় পাশ করার পর যারা ভাবছেন ইন্টারভিউ ক্লিয়ার করা বেশ সহজ, তাদের এই ধারণা একেবারেই ভুল। আসলে যারা ইন্টারভিউ নেন তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি জন্য এমন কিছু প্রশ্ন করে থাকেন তা শুনে অনেকেই বিভ্রান্তে পড়েন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো যা আপনাকে অবাক করতে পারে।

১) প্রশ্নঃ জানেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যায়?
উত্তরঃ গোয়া ভারতের একমাত্র রাজ্য যেখানে পেট্রোল সবচেয়ে সস্তায় পাওয়া যায়।

২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি ‘মিনি পাঞ্জাব’ নামে পরিচিত?
উত্তরঃ কানাডা হল সেই দেশ মিনি পাঞ্জাব নামে পরিচিত। আসলে সে দেশে প্রচুর ভারতীয় পাঞ্জাবীরা কানাডায় বসবাস করছেন।

৩) প্রশ্নঃ কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়।

৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে পরিমাণে সর্বাধিক পরিমাণে পুলিশ রয়েছে?
উত্তরঃ তামিলনাড়ু রাজ্যে সর্বাধিক পরিমাণে পুলিশ রয়েছে।

৫) প্রশ্নঃ আমাদের জাতীয় পতাকা তেরঙ্গায় অশোকচক্র কে স্থাপন করেছিলেন?
উত্তরঃ ডঃ বি আর আম্বেদকর তেরঙ্গায় অশোকচক্র স্থাপন করেছিলেন।

৬) প্রশ্নঃ ভারতের কোন শহরের মানুষেরা সর্বপ্রথম বিদ্যুত আলোর সু-ব্যবস্থা পেয়েছিল?
উত্তরঃ কলকাতায় সর্বপ্রথম বিদ্যুৎ চালিত হয়েছিল।

৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে আপনার কোন কিছু হারিয়ে গেলেও ফিরে পাওয়ার ৯০% চান্স থাকে?
উত্তরঃ জাপান একমাত্র দেশ সেখানে কোন কিছু হারিয়ে গেলেও ফিরে পাওয়ার অনেকটাই চান্স থাকে।

৮) প্রশ্নঃ কুরকুরে বা চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা হয়?
উত্তরঃ কুরকুরে বা চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভর্তি করা থাকে, যাতে সেগুলি মচমচে ও ভালো থাকে।

৯) প্রশ্নঃ ভারতের কয়টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত?
উত্তরঃ ৫টি ভারতীয় রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত (পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম)।

Image

১০) প্রশ্নঃ এমন কোন শব্দ যা কুমারী মেয়েরা সবার সামনে বলতে পারেনা?
উত্তরঃ আসলে, কুমারী মেয়েরা সবার সামনে কাউকে শ্বশুর-শাশুড়ি বলে ডাকতে পারেনা।