বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি; কলকাতা কত নম্বরে আছে জানলে অবাক হবেন!

দিল্লি, কলকাতা, মুম্বাই — এই তিন শহর ছাড়া প্রথম ২০-র তালিকায় ভারতের আর কোন শহরই নেই। বিশ্বের মোট সাত হাজার শহরকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। বাতাসের ভাসমান ধূলিকণা PM ২.৫ ঘনত্বের মাপকাঠির ভিত্তিতেই শহরগুলির দূষণমাত্রা মাপা হয়।

বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি ওর ঠিক তার পরেই রয়েছে আমাদের কলকাতা। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে কলকাতা। তালিকায় আছে বাণিজ্য নগরী মুম্বাইও। দূষিত শহর গুলির তালিকায় মুম্বাই ১৪ নম্বরে রয়েছে।

Image

এছাড়াও যে দক্ষিণ পূর্ব এশিয়া, সাহারা আফ্রিকা এবং আমেরিকা শহরগুলিতেও দূষণের মাত্রা তুলনামূলকভাবে বেশি। দিল্লিতে দূষণ মাত্রা ১১০ এবং কলকাতায় ৮৪।

এরপর প্রতিবেশী বাংলাদেশের রাজধানী ঢাকার দূষণমাত্রা ৭১.৪। বিশ্বের সবচেয়ে দূষণ তম শহর হিসেবে ঢাকা পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের করাচির দূষণমাত্রা ৬৩.৬, যা প্রথম ১০-র তালিকায় মধ্যেই রয়েছে।

তবে PM ২.৫ এর মাত্রা দিল্লি, কলকাতায় বেশি হলেও ভারতের কোনও শহরেরই বাতাসের ক্ষতিকর নাইট্রাস অক্সাইডের মাত্রা বিপদজনক নয়। এদিক দিয়ে বিচার করলে চীনের সাংহাই শহর সবার শীর্ষে রয়েছে।