প্রশ্ন : ভারতের কোন রাস্তা দিয়ে গেলে মোবাইলের সময় ও তারিখ বদলে যায়?

মোবাইলে সময় ও তারিখ ভারতের কোন জায়গায় এলে?

General Knowledge Quiz : আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা ভালো। কারণ এসএসসি ব্যাংকিং ও রেলের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। সুতরাং এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ স্বাধীনতার সময় ভারতের মোট জনসংখ্যা কত ছিল?
উত্তরঃ ৩৪ কোটি।

২) প্রশ্নঃ জাপানের নাগাসাকিতে বিস্ফোরিত পরমাণু বোমাটির নাম কী ছিল?
উত্তরঃ ফ্যাট ম্যান (Fat Man)।

৩) প্রশ্নঃ কোন গ্রহের কোন ৭৯টি চাঁদ আছে?
উত্তরঃ বৃহস্পতি গ্রহের (Jupiter)।

৪) প্রশ্নঃ কোন মসলার দাম সোনার চেয়েও বেশি?
উত্তরঃ জাফরান (Saffron)।

৫) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে কন্যা সন্তান জন্মালে ১১১টি গাছ লাগাতে হয়?
উত্তরঃ রাজস্থানের একটি ছোট্ট গ্রাম পিপলান্ত্রিতে (Piplantri) কন্যাসন্তানের জন্ম হলে ১১১টি গাছ লাগিয়ে উদযাপন করা হয়।

৬) প্রশ্নঃ 5G কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ 5G এর G বলতে জেনারেশন বোঝানো হয়েছে। সুতরাং 5G কে বাংলায় পঞ্চম প্রজন্ম বলে।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মানুষ টাকাকে টঙ্কা বলে?
উত্তরঃ ওড়িশা রাজ্য (Odisha)।

৮) প্রশ্নঃ চোখ বন্ধ করলে আমরা কোন রং দেখতে পাই?
উত্তরঃ চোখ বন্ধ করলে আমরা যে রংটি দেখতে পাই সেটির নাম হল আইগেনগ্রাও (Eigengrau)। এটি একটি ইউনিক রং। যা কালো নয়। আইগেনগ্রাও হল অন্ধকার ধূসর ছায়া।

৯) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দামি পদার্থের নাম কী?
উত্তরঃ অ্যান্টি ম্যাটার (Anti matter)।

১০) প্রশ্নঃ ভারতের কোন রাস্তা দিয়ে গেলে মোবাইলের সময় ও তারিখ বদলে যায়?
উত্তরঃ রাঁচি-টাটা জাতীয় সড়কে অবস্থিত তাইমারা উপত্যকা (Taimara Valley) দিয়ে যাওয়ার সময় মোবাইলের সময় ও তারিখ বদলে যায়। তবে এই জায়গা পার হলে আবার সঠিক দেখায়। যা একটি রহস্য হয়ে দাঁড়িয়েছে।