বিশ্বের যে দেশগুলিতে একজনও ভারতীয় বাস করে না, জেনে নিন এর কারণ

বিশ্বে মোট ১৯৫ টি দেশ রয়েছে বেশিরভাগ দেশেই ভারতীয়রা বাস করেন। কিন্তু এমন কয়েকটি দেশ রয়েছে যেখানে একজনও ভারতীয় বাস করেন না। বলা হয় বিশ্বের যে কোন প্রান্তেই যান না কেন, আপনি অবশ্যই সেখানে একজন ভারতীয় দেখতে পাবেন। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা সর্বত্রই অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় ভারতীয়দের সংখ্যা বেশি। 

১) ভ্যাটিকান সিটি: এই দেশটি ০.৪৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এখানে রোমান ক্যাথলিক ধর্মে বিশ্বাসী লোকেরা বসবাস করেন। এদেশে জনসংখ্যাও খুবই কম। তবে আশ্চর্যের বিষয় হলো, এখানে একজনও ভারতীয় বাস করে না। তবে ভারতে রোমান ক্যাথলিক ধর্মে বিশ্বাসী খ্রিস্টানদের দেখা যায়।

২) সান মারিনো: এই দেশটি ইতালি দ্বারা বেষ্টিত। এখানকার জনসংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। যদিও এই সমগ্র জনসংখ্যার মধ্যে একজনও ভারতীয় নেই। এখানে ভারতীয়রা কেবল পর্যটক হিসেবে ঘুরতে যান। 

৩) বুলগেরিয়া: দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত বুলগেরিয়া, যার মোট জনসংখ্যা ৭০ লাখ। দেশটির অধিকাংশ মানুষরাই খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। এদেশেও ভারতীয় কূটনীতিদের বাদ দিলে একজনও ভারতীয় নেই।

৪) ট্রুভালু: এই দেশটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত ও এখানে ১০ হাজার মানুষের বসবাস রয়েছে। ট্রুভালু এটি একটি দ্বীপ, যেখানে একটি মাত্র হাসপাতাল এবং মাত্র ৪ কিলোমিটার দীর্ঘ রাস্তা রয়েছে। এই দ্বীপে একজনও ভারতীয় নেই। তবে ভারতীয় পর্যটকদের ঘুরতে দেখা যায়।

৫) পাকিস্তান: আমাদের প্রতিবেশী পাকিস্তান হলেও দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের একদিন আগে দেশটি স্বাধীনতা হলেও সেখানকার আর্থিক অবস্থা খুবই খারাপ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কূটনীতিক এবং বন্দী ছাড়া একজনও ভারতীয় এখানে থাকেনা।

ভারতীয়রা কেন এসব দেশে বসবাস করে না তার কোন সুনির্দিষ্ট উত্তর নেই। যাইহোক ভারতীয়রা এমন দেশে বাস করতে চান যেখানে এদেশের তুলনায় ভালো সুযোগ পেতে পারে। যাইহোক উপরে উল্লেখিত সমস্ত দেশগুলি হয় খুব ছোট বা এত সমৃদ্ধ নয়, যে ভারতীয়রা সেখানে বসবাস করে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।