দুটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে বলতে হবে এই ছবিতে থাকা তরুণীটির নাম কী হতে পারে?

বলতে পারবেন ছবিতে থাকা এই তরুণীর নাম কী হবে?

Brain Teaser: আজকাল ইন্টারনেটে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়। এর মধ্যে ধাঁধার ছবিগুলি সবচেয়ে সুন্দর ও মজাদার হয়ে থাকে। তাই আপনিও সুযোগ পান আপনার মস্তিষ্ক খাটিয়ে সেই ধাঁধার সমাধান করার। এ ক্ষেত্রে অনেকেরই একঘেয়েমি দূর হয় এবং আইকিউ লেভেলেরও পরীক্ষা হয়। এই প্রতিবেদনে তেমনি একটি ধাঁধা নিয়ে আসা হয়েছে।

ছবিতে দেখতে পাচ্ছেন একজন তরুণীর পাশে দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে। একটি হৃদয় চিহ্নের মধ্যে ইংরেজিতে ‘Me’ লেখা আছে, আর একটি হাততালি দেওয়ার সংকেত রয়েছে। এবার এই দুই সাংকেতিক চিহ্ন মিলিয়ে আপনাকে বলতে হবে ছবিতে থাকার তরুণীটির নাম কী হতে পারে? আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পারেন, তাহলে মানতেই হবে আপনার বুদ্ধি খুবই প্রখর।

দাবি করা হয়েছে, ৯৯% ইন্টারনেট ব্যবহারকারী এই ছবিটি সমাধান করতে ব্যর্থ হবেন। যদিও অন্যান্য ধাঁধাগুলি থেকে এটি বেশ সহজ, কিন্তু বিভ্রান্ত করার জন্যই ছবিটিকে সেই ভাবেই সেট করা হয়েছে। তাই অনেকেই ধাঁধা সমাধান করার পরও ব্যর্থ হয়েছেন এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। তবে ইতিমধ্যেই যারা তরুণীর নাম বুঝতে পেরেছেন, তারা সত্যিকারের জিনিয়াস।

তবে এখনো পর্যন্ত আপনার পক্ষেও যদি তরুণীর নাম বুঝে ওঠা কঠিন বলে মনে হয় তাতে চিন্তা করার কিছু নেই, আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটি কোথায় মনোযোগ সহকারে দেখুন। তরুণীটির পাশে হৃদয় চিহ্নের মধ্যে ‘Me’ (মি) এবং তার নিচেই হাততালির চিহ্ন। সুতরাং সাংকেতিক চিহ্ন দুটি মিলিয়ে হয় মি+তালি। অর্থাৎ তরুণীর নাম হবে ‘মিতালি’।

মনোবিজ্ঞানীদের মতে, আপনি যদি নিয়মিত ধাঁধার চ্যালেঞ্জগুলি সমাধান করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার মস্তিষ্কের জন্য খুবই ভালো। এতে মস্তিষ্কের সংযোগকারী ক্ষমতাগুলি আরো সক্রিয় হয়ে ওঠে, ফলে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এর পাশাপাশি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।