GK কুইজ : ভারতের কোন রাজ্যটি কখনও ইংরেজদের গোলাম হয়নি?

ইংরেজদের কখনও গোলাম হয়নি ভারতের কোন রাজ্যটি?

General Knowledge Quiz : বর্তমানে সাধারণ জ্ঞানের গুরুত্ব তা কতটা বেশি তা কম বেশি আমরা সকলেই জানি। এসএসসি ব্যাংকিং বা রেলওয়ে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অনেক বেশি আসে, এমনকি ইন্টারভিউতেও জিজ্ঞাসা করা হয়। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের আমের শহর কাকে বলা হয়?
উত্তরঃ মালদাকে।

২) প্রশ্নঃ ভারতের ‘মিসাইল ম্যান’ স্যার আব্দুল কালাম (Sir Abdul Kalam) কত সালে মারা যান?
উত্তরঃ ২০১৫ সালে।

৩) প্রশ্নঃ একটি সদ্যোজাত হাতির বাচ্চার ওজন কত হয়?
উত্তরঃ ৬০ থেকে ১০০ কেজি।

৪) প্রশ্নঃ সাদা বিষ কাকে বলা হয়?
উত্তরঃ চিনিকে সাদা বিষ বলা হয়।

৫) প্রশ্নঃ কবে পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয়?
উত্তরঃ ১লা সেপ্টেম্বর।

৬) প্রশ্নঃ যে বছর গ্যালিলিও মারা যায় সেই বছর কোন বিজ্ঞানী জন্ম হয়?
উত্তরঃ আইজ্যাক নিউটন (Isaac Newton)।

৭) প্রশ্নঃ ভারতের সবথেকে ব্যয়বহুল বাড়িটার মালিক কে?
উত্তরঃ মুকেশ আম্বানির (Mukesh Ambani) অ্যান্টিলিয়া (Antilia) ভারতের সবথেকে ব্যয়বহুল বাড়ি। যার মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার।

৮) প্রশ্নঃ সাহিত্যের সম্রাট কাকে বলা হয়?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankimchandra Chatterjee) যিনি রাষ্ট্রীয় গীত ‘বন্দেমাতরম’ এর রচয়িতা।

৯) প্রশ্নঃ জানেন আসাম রাজ্যের পূর্ব নাম কী ছিল?
উত্তরঃ কামরূপ (Kamrup)।

১০) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষার নাম কী?
উত্তরঃ বাংলা ভাষা (Bengali language)।

 ১১) প্রশ্নঃ কোন ব্যক্তি ১৩ দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন?
উত্তরঃ গুলজারিলাল নন্দা (Gulzarilal Nanda), যিনি ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি কখনও ইংরেজদের গোলাম হয়নি?
উত্তরঃ গোয়া (Goa) কখনও ইংরেজদের অধীনে ছিল না, তবে এটি দীর্ঘদিন পর্তুগিজদের অধীনে ছিল।