জানেন ১০০% ম্যাচ জয়ী অধিনায়ক কে? যার নেতৃত্বে একটিও ম্যাচ হারেনি ভারতীয় দল

100% Match Winning Captains: ভারতীয় ক্রিকেট দলে এমন অনেক অধিনায়ক (Captain) এসেছেন যারা তাদের নেতৃত্ব গুনে দলকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। কপিল দেব থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মতো অনেক দুর্দান্ত অধিনায়ক ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে এরই মধ্যে এমনই একজন ভারতীয় অধিনায়ক ছিলেন যার নেতৃত্বে কখনো দলকে পরাজয়ের মুখোমুখি হতে হয়নি।

যেকোন খেলায় হার-জিত অনিবার্য, কিন্তু ভারতীয় দল এমনই একজন অধিনায়ককে পেয়েছিল, যার নেতৃত্বে একটিও ম্যাচ হারেনি ভারতীয় দল (Indian team)। এছাড়াও তিনি তার ব্যাটিংয়ে বড় অবদান রেখেছেন, যে কারণে ভারতীয় দল দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল। আপনি নিশ্চয়ই এবার অনুমান করতে পারছেন আমরা কোন ক্রিকেটারের কথা বলছি! 

এই অপরাজেয় ভারতীয় অধিনায়ক আর কেউ নন, তিনি হলেন দুর্দান্ত বাঁহাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীর (Gautam Gambhir)। যদিও তিনি দীর্ঘকালীন ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেননি। আসলে ২০১০ সালে ধোনির অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওডিআই সিরিজে অধিনায়ক হয়েছিলেন। নিউজিল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করার পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একটি ম্যাচে জয় পান।

এভাবে গৌতম গম্ভীর টানা ৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেছিলেন, যার মধ্যে একটিও ম্যাচে দলকে পরাজয়ের মুখোমুখি হতে হয়নি। এভাবে তিনি ১০০ শতাংশ ম্যাচ জয়ী অধিনায়ক হওয়ার কৃতিত্ব গড়েন। এইসময় ৬ ম্যাচে গৌতম গম্ভীর ৯০ গড় নিয়ে ৩৬০ রান করেন, যার মধ্যে দুটি অপরাজিত সেঞ্চুরি ছিল।

এরপর মহেন্দ্র সিং ধোনি দলে ফিরলে গম্ভীর আর কখনো নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি। উল্লেখ্য, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ৭৫ রান ও ২০১১ বিশ্বকাপের ফাইনালে ৯৭ রানের ইনিংস খেলে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এছাড়াও আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-র অধিনায়ক থাকাকালীন দু’বার শিরোপা জিতেছেন তিনিই (২০১২ ও ২০১৪ সাল)।