জানেন বিমানে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? ১ লিটারে কতটা পথ অতিক্রম করে?

বিমানে কোন তেল ব্যবহার করা হয়?

Aircraft fuel : বিমানে করে বিদেশে ভ্রমণ করার প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। তবে খুব কম জনই বিমানে ভ্রমণ করার সুযোগ পান। ভ্রমণের সময় বিমান যাত্রীদের মনে উড়োজাহাজ সংক্রান্ত নানান প্রশ্ন জাগে। যার মধ্যে একটি হলো বিমানে কোন তেল ব্যবহার করা হয়। অর্থাৎ উড়োজাহাজে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়।

আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে, বাস বা মোটর গাড়ির মতো ডিজেল অথবা পেট্রোল তো হবে না। তাহলে আর কোন জ্বালানি হতে পারে যা দিয়ে উড়োজাহাজ উড়ে চলে? এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে বিমানে কোন জ্বালানি ব্যবহার করা হয়, এর দাম কত ও এক লিটারে কতটা পথ পাড়ি দিতে পারে।

আসলে বিমানে ভিন্ন ভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়। বিমানগুলি পেট্রোল বা ডিজেল নয়, বিমানের নির্দিষ্ট জ্বালানি দ্বারা উড়ে চলে। তবে জেনে অবাক হবেন যে, বিমানের জ্বালানি স্থলপথের যানবাহনের জ্বালানির চেয়ে অনেক দামি।

প্রাপ্ত তথ্য অনুসারে, জেট ফুয়েল বা এভিয়েশন টারবাইন ফুয়েল বিশ্বব্যাপী বেসামরিক বিমান চলাচলে টারবাইন ইঞ্জিনে ব্যবহৃত হয়। বাণিজ্যিক বিমান চলাচলের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি হল জেট এ এবং জেট এ-১। এটি দেখতে বর্ণহীন থেকে খড়ের রঙের।

Image

জানিয়ে রাখি, বিমানে সাধারণত দুই ধরনের জ্বালানি ব্যবহৃত হয়। প্রথমটি হলো AVGAS, যা ছোট ধরনের বিমানে ব্যবহৃত হয় আর দ্বিতীয়টি জেট ফুয়েল। জেট এ১ এবং জেট এ নামে দুটি জেট ফুয়েল রয়েছে। এছাড়া জেট ফিউলের বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে।

Image

এই জ্বালানিগুলি পেট্রোল বা ডিজেলের মতো লিটারে বিক্রি হয় না। এগুলি কিলোলিটারে বিক্রি হয়। বিমান জ্বালানীর দাম প্রতি কিলোমিটার ১.১২ লক্ষ টাকা। বিভিন্ন শহরে এর দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। বর্তমানে দিল্লিতে এটি ১,১২,৩৫৬ টাকায় পাওয়া যায়, মুম্বাইতে ১,১১,২৪৬ টাকা আর চেন্নাই বা কলকাতাতে দাম আলাদা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজে জ্বালানি হিসেবে প্রতি কিলোমিটারে ১২ লিটার জ্বালানি খরচ হয়।