জন্মসূত্রে ভারতীয় নন মুকেশ আম্বানি! রইল এই ধনকুবেরের কিছু অজানা কাহিনী

Mukesh Ambani: এশিয়ার প্রথম তথা বিশ্বের নবম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এমন কোন ভারতবাসী নেই যে আম্বানির নাম শোনেননি। বিগত কয়েক বছর যাবত তিনি নিজেকে বিশ্বের কুড়িজন ধনকুবেরের মধ্য নিজেকে ধরে রেখেছেন। তবে বেশিরভাগ লোকই জানে না যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি জন্মসূত্রে ভারতীয় নন। 

তাহলে তাঁর জন্ম কোথায়? বর্তমানে বাজারে জিও সিমের রমরমা। শুধু তাই না, পেট্রল থেকে রিলায়েন্স রিটেল, পাশাপাশি লজিস্টিক, পরিকাঠামোর মতো ক্ষেত্রেও আম্বানির কোম্পানি দেশের সেরার সেরা। অনেক সংবাদমাধ্যমেই কানাঘুষো শোনা যায় যে আম্বানি নাকি কলেজ ড্রপ আউট। আসল কথা হল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি থেকে MBA করার সময়েই তিনি পড়াশোনা ছেড়ে দেন মাঝপথে।

যদিও তার আগেই তিনি মুম্বইয়ের একটি ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট ড্রিগ্রি অর্জন করেন। মুকেশ আম্বানি ভারতের ব্যবসায়ীদের মধ্য একমাত্র ব্যবসায়ী যিনি জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা পান। এর জন্য তিনি প্রতিদিন ব্যায় করেন ১৫ থেকে ১৬ লক্ষ টাকা। এক্ষেত্রে ৫৫ জন প্রতিনিয়ত তাকে সুরক্ষা দিচ্ছে। 

তবে জেনে অবাক হবেন যে তিনি জন্ম সূত্রে ভারতীয় নন। ১৯৫৭ সালে মধ্যপ্রাচ্যের একটি দেশে আম্বানি পরিবার থাকাকালীন মুকেশ আম্বানি জন্মগ্রহণ করেন। মুকেশ আম্বানির জন্ম ইয়েমেনের (Yemen) এডেনে। যদিও তাঁর জন্মের পরেই আম্বানির পরিবার মুম্বই নগরীতে চলে আসেন।  

ভুলেশ্বরে একটি চাওলে পরিবারের সঙ্গে থাকতে শুরু করেন। ছোট্ট চালে মা, বাবার সঙ্গেই থাকতেন চার ভাই বোন।সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস নামক একটি ম্যাগাজিন সংস্থার ২০২৩-এর তালিকা অনুযায়ী, মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮৪.৬ বিলিয়ন ডলার। 

মুকেশ ১৯৮৫ সালে নীতা আম্বানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে আকাশ, ইশা এবং অনন্ত আম্বানি। তারা মুম্বইয়ে ব্যক্তিগত ২৭ তলা বিল্ডিং ‘অ্যান্টিলিয়া’য় বসবাস করেন। আম্বানির কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী চিন্তার জন্য ভারতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।