পশ্চিমবঙ্গে বাস করেন কিন্তু জানেন কোন শহরকে ‘মিনি ইন্ডিয়া’ বলা হয়?

‘মিনি ইন্ডিয়া’ পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়?

General Knowledge Quiz : আপনি নিশ্চয়ই জানেন সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি। এসএসসি, ব্যাঙ্কিং ও রেলওয়ের মত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। এছাড়া সাধারণ জ্ঞানের মাধ্যমে নলেজের পরিধিকেও বাড়ানো সম্ভব হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এবার একনজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এসেছিল?
উত্তরঃ কলকাতা শহরে।

২) প্রশ্নঃ মৌমাছি ও বোলতার মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ কয়েক হাজার বছর আগে বোলতার থেকেই মৌমাছি জন্ম হয়।

৩) প্রশ্নঃ কোন দেশের সবথেকে বেশি সোনার ব্যবহার হয়?
উত্তরঃ ভারতবর্ষে।

৪) প্রশ্নঃ ফ্লিপকার্ট কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ভারতের।

৫) প্রশ্নঃ যে নারীর স্বামীও পুত্র নেই তাকে এক কথায় কী বলা হয়?
উত্তরঃ অবীরা।

৬) প্রশ্নঃ উৎপত্তিস্থলে গঙ্গা নদী কী নামে পরিচিত?
উত্তরঃ ভাগীরথী।

৭) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বেশি কেশর কোথায় উৎপাদিত হয়?
উত্তরঃ কাশ্মীরে।

৮) প্রশ্নঃ নেতাজি সুভাষচন্দ্র বসুকে কে ‘দেশ নায়ক’ বলেছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

Image

৯) প্রশ্নঃ কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়?
উত্তরঃ বাবুই পাখিকে, কারণ তারা খুব সুন্দরভাবে বাসা বোনে।

১০) প্রশ্নঃ DJ এর সম্পূর্ণরূপ কী?
উত্তরঃ Disc Jockey (ডিস্ক জকি)।

১১) প্রশ্নঃ যে জায়গায় বিমান ল্যান্ড করানো হয় তাকে কী বলে?
উত্তরঃ হ্যাঙ্গার, এই কারণেই ‘H’ এর চিহ্ন দেওয়া থাকে।

১২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কম্পিউটার কত সালে এসেছিল?
উত্তরঃ ১৯৬৪ সালে।

১৩) প্রশ্নঃ কোন দেশটি সমুদ্রের উপর ভাসমান শহর তৈরি করেছে?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।

১৪) প্রশ্নঃ যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়, তাকে কী বলে?
উত্তরঃ রেইনগেজ।

Image

১৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে বাস করেন কিন্তু জানেন কোন শহরকে ‘মিনি ইন্ডিয়া’ বলা হয়?
উত্তরঃ খড়গপুরকে। আসলে, খড়গপুরে বহু ভাষাভাষীর মানুষ থাকে, অর্থাৎ ভারতের প্রায় সমস্ত প্রদেশের মানুষ বসবাস করেন। এজন্য খড়গপুরকে ‘মিনি ইন্ডিয়া’ বলা হয়।