বিরাট কোহলির এই ৫টি রেকর্ড ভাঙ্গা প্রায় অসম্ভব, বোলিংয়েও করেছেন অনন্য রেকর্ড

এমন ৫টি রেকর্ড বিরাট কোহলির দখলে রয়েছে যেগুলি ভাঙ্গা প্রায় অসম্ভব

Virat Kohli: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও ‘বিশ্বসেরা’ ব্যাটসম্যান বিরাট কোহলির আজ ৩৫তম জন্মদিন। তবে কোহলির বয়স শুধুমাত্র একটি সংখ্যা! তার এই বয়সেও যে ফিটনেস ক্ষমতা রয়েছে তা দেখে যুবকরাও বিস্মিত। বিরাট কোহলিকে ‘মুকুটহীন রাজা’ বললেও তিনি প্রায় ম্যাচে গড়েছেন কিছু দুর্দান্ত রেকর্ড, যা ভাঙ্গা অসম্ভব বললেই চলে। এই প্রতিবেদনে তেমনি কিছু পাঁচটি রেকর্ডের কথা জেনে নেওয়া যাক।

Image

১) বিরাট কোহলিকে ওয়ানডে ক্রিকেটে ‘চেজ মাস্টার’ বলা হয়। ৫০ ওভারের খেলায় রান তাড়া করতে গিয়ে বিরাট কোহলি এখনো পর্যন্ত ২৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যেখানে শচীন টেন্ডুলকারের রান তাড়া করতে গিয়ে ১৭টি সেঞ্চুরি রয়েছে।

Image

২) আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রানের রেকর্ডটিও রয়েছে বিরাট কোহলির দখলে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুটি সেঞ্চুরি হাঁকিয়ে ১০ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েন তিনি। বিরাট কোহলি ২০৫ তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করে শচীন টেন্ডুলকারকে (২৫৯ ইনিংস) পিছনে ফেলেন।

৩) ব্যাটের পাশাপাশি বল হাতেও করেছেন অনন্য রেকর্ড। আসলে ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলির প্রথম বলটি ওয়াইড ছিল এবং কেভিন পিটারসেন এগিয়ে শট খেলতে গিয়ে স্টাম্প হন। এভাবেই বিরাট কোহলি বল না করেই একটি উইকেট পেয়ে বিশ্বরেকর্ড করেন।

৪) টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বিরাট কোহলি। এমনকি অধিনায়কত্ব করার পাশাপাশি তিনি ব্যাট হাতেও শাসন করেছেন। টেস্ট খেলায় অধিনায়ক হিসেবে বিরাট কোহলি সর্বাধিক ৭টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন।

৫) টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক রান করার রেকর্ডও রয়েছে বিরাট কোহলির নামে। এখনো পর্যন্ত ২৭ ম্যাচে ৮১.৫০ গড়ে ১১৪১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৩টি হাফসেঞ্চুরি। এছাড়া একটি বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ডও করেছেন। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ৬ ম্যাচে ৩১৯ রান করেছিলেন।