ছবির ধাঁধা: চোখের সামনেই রয়েছে একটি পাখি; কিন্তু প্রখর দৃষ্টি ছাড়া খুঁজে পাওয়া সম্ভব নয়

Optical illusion: অপটিক্যাল ইলিউশন মানেই হলো ’চোখের প্রতারণা’ (deception of the eye)। এই ধাঁধার ছবিগুলি সমাধান করতে গিয়ে অনেকেই হিমশিম খান। আবার অনেকেই রয়েছেন যারা খুব সহজেই লুকিয়ে থাকা ছবিটি শনাক্ত (detect) করতে অভ্যস্ত। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে গাছের ডালগুলির মধ্যে লুকিয়ে রয়েছে একটি পাখি।  

উপরে শেয়ার করা ছবিটিতে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছের ডালগুলি (tree branch) সাজিয়ে রাখা আছে। প্রায় সব ডালগুলোর আকার ও গুঁড়ি প্রায় একই। এরই মধ্যে কোথাও একটি পাখি লুকিয়ে রয়েছে, তবে তীক্ষ্ণ দৃষ্টি (sharp eyes) ছাড়া খুঁজে পাওয়া সম্ভব নয়। আপনার দৃষ্টিশক্তি ভালো হলে এই চ্যালেঞ্জটি অনায়াসে গ্রহণ করতে পারেন।

Image

ছবিতে পাখিটি এমন জায়গায় লুকিয়ে রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু অনেকেই ছবিটির দিকে দীর্ঘক্ষন তাকিয়ে থাকার পরও পাখিটিকে শনাক্ত করতে পারেননি এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। এদিকে কিছু মানুষ রয়েছেন যারা সহজেই পাখিটি খুঁজে বের করেছেন, সুতরাং বলতেই হয় তাদের দৃষ্টিশক্তি খুবই প্রখর।

অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি আমাদের চোখের সাথে প্রতারণা করে, তাই ধাঁধার সমাধান করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ি। যাইহোক আপনি কি এখনো লুকিয়ে থাকা পাখিটি খুঁজে পেয়েছেন? এর উত্তর যদি ‘না’, হয় তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। উত্তর খোঁজার আগে ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন, পাখিটি রয়েছে ছবির একেবারে ডান পাশে।

Image

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধার সমাধানের জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন নেই, একটু পারিপার্শ্বিক ও ভিন্নভাবে চিন্তা করলেই ছবির রহস্য বেরিয়ে আসতে পারে। তবে এর মাধ্যমে আইকিউ লেভেল বোঝার একটি ভালো উপায়। একই সাথে, এগুলি কেবল টাইম পাসের জন্যই নয়, মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।