ধাঁধার কুইজ: আপনি ইংরেজির কোন অক্ষর আর কোন সংখ্যা ছাড়া বাঁচতে পারবেন না?

বলুন তো ইংরেজির কোন অক্ষর ও সংখ্যা ছাড়া আমাদের বাঁচা অসম্ভব?

Riddle Questions Quiz: মোবাইলে মানুষের সময় অতিবাহিত করার অনেক উপায় রয়েছে। তবে কেউ কেউ একঘেয়েমি দূর করতে কিছু নতুন জিনিস জানার ও শেখার চেষ্টা করেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধাঁধার প্রশ্নগুলি ছুড়ে দেওয়া হয়, আর অনেকেই এই চ্যালেঞ্জগুলি গ্রহণ করেন। এই প্রতিবেদনে তেমন কিছু ধাঁধার প্রশ্ন নিয়ে আসা হয়েছে, আপনি কি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত?

১) প্রশ্নঃ কি তুমি ভাঙতে পারো, না তুলে না ফেলে?
উত্তরঃ প্রতিজ্ঞা।

২) প্রশ্নঃ দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না, সেটা কে?
উত্তরঃ চিরুনি।

৩) প্রশ্নঃ এমন কোন জিনিস যে সবাইকে খাওয়ায় কিন্তু নিজে খায় না?
উত্তরঃ চামচ।

৪) প্রশ্নঃ তুমি ডান হাতে ধরে রাখতে পারো কিন্তু বাম হাতে নয়, সেটা কি?
উত্তরঃ বাম হাত।

৫) প্রশ্নঃ নদী আছে জল নেই, শহর আছে মানুষ নেই, জঙ্গল আছে গাছ নেই, সেটা কী?
উত্তরঃ মানচিত্র।

৬) প্রশ্নঃ সপ্তাহের কোন তিনটি দিনের নাম উচ্চারণ না করে বলতে পারবেন?
উত্তরঃ গতকাল, আজ এবং আগামীকাল।

৭) প্রশ্নঃ আপনার খুব প্রিয় জিনিস, কিন্তু অন্যরা ব্যবহার করে, সেটা কি?
উত্তরঃ আপনার নাম।

৮) প্রশ্নঃ এমন কোন জিনিস যতই পরিষ্কার করবে ততই কালো হয়ে যাবে?
উত্তরঃ ব্লাকবোর্ড।

Image

৯) প্রশ্নঃ  কোন খেলা আমাদের মাথায় ঢোকে না?
উত্তরঃ রাজনীতির খেলা সাধারণ মানুষের মাথায় ঢোকে না?

১০) প্রশ্নঃ এমন কোন জিনিস যার চাকা নেই, তবুও চলে?
উত্তরঃ সরকার।

১১) প্রশ্নঃ কিকে এতো দুর্বল যে তার নাম বোললেই সে ভেঙে যায়?
উত্তরঃ নীরবতা।

১২) প্রশ্নঃ কোন শব্দটি সব সময় ভুল বলা হয়?
উত্তরঃ ভুল।

১৩) প্রশ্নঃ এমন কি জিনিস আছে যাকে ভাঙতেই হয় ব্যবহার করার আগে?
উত্তরঃ ডিম।

১৪) প্রশ্নঃ কার হাত আছে কিন্তু তালি দিতে পারে না?
উত্তরঃ ঘড়ি।

১৫) প্রশ্নঃ আপনি ইংরেজির কোন অক্ষর আর কোন সংখ্যা ছাড়া বাঁচতে পারবেন না?
উত্তরঃ O এবং 2 (O² = অক্সিজেন)।