মস্তিষ্কের ধাঁধা: বলুন তো ছবিতে থাকা এই নারীর নাম কী হবে? বলতে পারলেই আপনি জিনিয়াস!

নিজেকে জিনিয়ার প্রমাণ করতে চটপট বলে ফেলুন ছবিতে থাকা এই নারীর নাম কী হবে?

Brain Teaser: সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মস্তিষ্কের ধাঁধার ছবিগুলি প্রায় ভাইরাল হচ্ছে। এছাড়া এগুলি সমাধান করতে অনেকে পছন্দও করছেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হন। তবে এই ধরনের ধাধার মাধ্যমে নিজের আইকিউ লেভেল পরীক্ষা করার একটি দুর্দান্ত উপায়। এই প্রতিবেদনে তেমনি একটি চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে।

মনোবিজ্ঞানীরা বলছেন, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে মস্তিষ্কের কোষগুলি সক্রিয় হয়ে ওঠে এবং আপনার সৃজনশীল দক্ষতা ও জ্ঞানীয় ক্ষমতার বিকাশ ঘটায়। আপনি যত কঠিন ধাঁধার সমাধান করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। এ জাতীয় ধাঁধার মাধ্যমে অনেকের বুদ্ধিরও পরিমাপ করা যায়।

এবার আসা যাক মূল কথায়, ছবিতে দেখতে পাচ্ছেন একজন নারীর পাশে তিনটি সাংকেতিক চিহ্ন রয়েছে — একটি ডায়ালারের, ইংরেজির ‘P’ বর্ণ এবং একটি ইংরেজি শব্দ ‘No’। এবার আপনাকে এই তিন সাংকেতিক চিহ্ন মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা এই নারীর নাম কী হবে? কিন্তু আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পারেন, তাহলে আপনার মস্তিষ্ক অন্যান্যদের তুলনায় অনেক দ্রুত চলে।

এই ধরনের ধাঁধাগুলি বেশ বিভ্রান্তকর হয়ে ওঠে, আবার কিছু মানুষের কাছে খুবই সহজ! তবে এও জেনে রাখা উচিত আপনার চিন্তার পাশাপাশি মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি সক্রিয় হয়ে ওঠে। যদিও এর সমাধানের জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু ভিন্ন ও পারিপার্শ্বিকভাবে চিন্তা করলেই ছবির রহস্য বেরিয়ে আসে।

তবে ইতিমধ্যেই যারা এই চ্যালেঞ্জটি পূরণ করতে পেরেছেন তাদেরকে অভিনন্দন। আর যারা ব্যর্থ হয়েছেন তাদের চিন্তা করার কিছু নেই, আমরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি। মেয়েটির পাশে রয়েছে একটি ডায়ালার, যা দিয়ে ‘কল’ করা যায়। তার নিচেই রয়েছে ইংরেজির P বর্ণ, আরেকটি হলো No, যার অর্থ না। এবার তিনটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় — কল+p+না = কল্পনা। অর্থাৎ, মেয়েটির নাম হবে কল্পনা।