টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডাবল হ্যাট্রিক’ নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন আইরিশ পেসার

চলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ‘ডাবল হ্যাটট্রিক’ নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার। এদিন নেদারল্যান্ডে বিপক্ষে ১০তম ওভারের শেষ চারটি বলে পরপর চারজনকে আউট করে প্যাভিলিয়নে ফেরান তিনি।

T20 World Cup, Curtis Campher takes double hat-trick: Key stats | NewsBytes

জানিয়ে রাখি, টি-টোয়েন্টি ক্রিকেটের পরিভাষায় টানা চার বলে চারটি উইকেট নেওয়াকে ডাবল হ্যাটট্রিক বলা হয়। এই সংক্ষিপ্ত ফরমাটে আগে এই কৃতিত্ব অর্জন করেছেন শ্রীলঙ্কা দলের ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ও আফগান লেগ স্পিনার রাশিদ খান।

আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার ইনিংসের ১০তম ওভারে পরপর চার বলে কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট এডওয়ার্ডস ও রুলফ ফন ডার মেরওয়াকে আউট করেন তিনি।

Video Highlights: Curtis Campher Takes 4 wickets in 4 Balls vs Netherlands in T20 World Cup 2021 | Curtis Campher Double Hattrick Video | T20WC News

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ক্যাম্পার। এর আগে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্থাৎ ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্পিডস্টার ব্রেট লি হ্যাটট্রিক করেছিলেন।

দেখুন সেই ভিডিওঃ 

https://twitter.com/HarshalBarot7/status/1450065443121553416?t=3N4jOSLcdkiVg2_mYoTnvg&s=19

 

টি-টোয়েন্টি ক্রিকেটে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে প্রথম হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করলেন কার্টিস ক্যাম্পার। এদিন আবুধাবিতে ‘এ’ গ্রুপের ম্যাচে আইরিশদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ৭ উইকেটে জয়ী হয় আয়ারল্যান্ড। ম্যাচের সেরা হন কার্টিস ক্যাম্পার।