আইপিএল ২০২০: নিলামের পরে কেমন হলো কলকাতা নাইট রাইডার্স এর নতুন দল

আইপিএল, বিশ্বের বৃহত্তম ক্রিকেট লীগ তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামের আসর বসেছে কলকাতায়। সেখানে বাজিমাত করেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগে তারা ১১ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিল নাইট রাইডার্স। এরপর তাদের হাতে থাকা ৩৫.৫ কোটি নিয়ে আইপিএলের নিলামে আসে। বিশেষ করে দুই বিদেশী বিখ্যাত ক্রিকেটারকে কিনে যথেষ্ট শক্তিশালী এখন নাইট রাইডার্স অর্থাৎ শাহরুখ খানের দল।

Related image

নাইট রাইডার্স এর ওপেনার ক্রিস লিনকে আগেই রিলিজ করে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দুই কোটি টাকা দিয়ে কিনে নেয়। অন্যদিকে ভরসাযোগ্য লেগ স্পিনার পীযূষ চাওলাকে ছেড়ে দিলে চেন্নাই সুপার কিংস তাকে ৬.৭৫ কোটি টাকা দিয়ে তাদের দলে সামিল করে। নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে ১৫.৫ কোটি টাকা দিয়ে কিনেছে আইপিএলে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হলেন। অন্যদিকে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৫.৫ কোটি টাকা দিয়ে ইয়ন মরগানকে দলে যুক্ত করেছে।

Related image

নিলামের একমাস আগে নাইট রাইডার্স যাদেরকে অপ্রয়োজনীয় খেলোয়াড় মনে করে তাদের দল থেকে বাদ দিয়েছে। তারা হলেন নিলামের আগে ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, রবিন উথাপ্পা, পীযূষ চাওলা, নিখিল নায়েক, ক্যাসি কারিয়াপ্পা, জো ডেনালি, শ্রীকান্ত মুন্ডে, ইয়ার পৃথ্বীরাজ ও নর্তজে।

কলকাতা নাইট রাইডার্স এর নতুন দল:-
দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কুলদীপ যাদব, শুভমান গিল, লকি ফার্গুসন, নীতীশ রানা, সন্দীপ ওয়ারিয়র, হ্যারি গুর্ন, কমলেশ নাগেরকোটি, শিবম মাভি, সিদ্ধেশ লাদ, প্রশান্ত কৃষ্ণ, রিঙ্কু সিং, ইয়ন মরগান, রাহুল ত্রিপাঠি, টম বেনটন, নিখিল নায়ক, ক্রিস গ্রিন, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, এম সিদ্ধার্থ এবং প্রবীন তাম্বে।

Image result for Kolkata Knight Riders

কলকাতা নাইট রাইডার্স নিলামে চার বিদেশী খেলোয়াড় সহ মোট নয়জন খেলোয়াড় কিনেছে। অস্ট্রেলিয়ান বোলার প্যাট কামিন্সকে সবচেয়ে বেশি ১৫.৫ কোটি টাকায় কিনেছে। এই দল নিয়ে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এখন যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে পড়েছে অন্যান্য শক্তিশালী বিপক্ষ দলের সাথে লড়াই করার জন্য।

আরও পড়ুনঃ আইপিএল নিলাম: ২০২০ এর চেন্নাই সুপার কিংসের সম্পূর্ণ দল

আরও পড়ুনঃ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলামে কিনেছে ৮ জন খেলোয়াড়, কেমন হলো তাদের দল