ভারতের কোন ভাষাটি শ্রীলঙ্কা দেশের সরকারী ভাষা?

শ্রীলঙ্কার একটি সরকারী ভাষা ভারতীয়, জানেন কোনটি?

General Knowledge Quiz : শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পরই চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এই সময় তারা বিভিন্ন শ্রেণীর পাঠ্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলির উপর বিশেষভাবে জোর দেয়। কারণ ইন্টারভিউ হোক বা লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভূমিকম্পার যন্ত্রের নাম বলুন তো?
উত্তরঃ সিসমোগ্রাফ।

২) প্রশ্নঃ ঠাকুরমার ঝুলি কোন ধরনের গল্প সংকলন?
উত্তরঃ রূপকথার গল্প।

৩) প্রশ্নঃ মানুষের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
উত্তরঃ কান।

৪) প্রশ্নঃ গ্রামের মানুষ বেশি দিন বাঁচে কেন?
উত্তরঃ শহরের তুলনায় গ্রামের মানুষ কম দূষণের মধ্যে এবং প্রাকৃতিক সংস্পর্শে থাকার জন্য বেশি দিন বাঁচে।

৫) প্রশ্নঃ সর্বপ্রথম পতাকা তৈরি করে কোন দেশ?
উত্তরঃ ডেনমার্ক।

৬) প্রশ্নঃ তাসের চারটি রাজার মধ্যে যার গোঁফ নেই তার নাম কী?
উত্তরঃ হরতনের রাজা।

৭) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি চাষ করা হয়?
উত্তরঃ চীন দেশে।

Image

৮) প্রশ্নঃ পৃথিবীর কতগুলি দেশের জাতীয় ফল আম?
উত্তরঃ ৩টি দেশের। ভারত, পাকিস্তান আর ফিলিপাইনের জাতীয় ফল আম।

৯) প্রশ্নঃ কোন রঙ দূর থেকে সবথেকে ভালো দেখা যায়?
উত্তরঃ লাল রঙ।

১০) প্রশ্নঃ দিনের কোন সময়টাকে বলা হয় মহানিশি?
উত্তরঃ রাতের মধ্যভাগকে বলা হয় মহানিশি।

১১) প্রশ্নঃ ভারতের শিখ ধর্মের মানুষেরা কোন রাজ্যে সবথেকে বেশি বাস করে?
উত্তরঃ পাঞ্জাব রাজ্য।

১২) প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তরঃ ভুটান।

Image

১৩) প্রশ্নঃ হেলমেট (Helmet)-কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ শিরস্ত্র বা শিরস্ত্রাণ।

১৪) প্রশ্নঃ কোন দেশের মানুষেরা মানুষের মাংস খায়?
উত্তরঃ বেশ কয়েকটি দেশ রয়েছে, তার মধ্যে একটি হল পাপুয়া নিউগিনি।

১৫) প্রশ্নঃ ভারতের কোন ভাষাটি শ্রীলঙ্কা দেশের সরকারী ভাষা জানেন?
উত্তরঃ শ্রীলঙ্কা দেশের সরকারি ভাষা সিংহল। এর পাশাপাশি তামিল ভাষাকেও সরকারি ভাষার মর্যাদা দিয়েছে।