ভারতীয় ক্রিকেটাররা দলে আসতেই কীভাবে ইংরেজি বলতে পারদর্শী হয়ে ওঠেন জানেন

Indian Cricketers Speaking English: ভারতীয় দলে বেশিরভাগ খেলোয়াড় এসেছেন ছোট ছোট গ্রাম ও শহর থেকে। খুবই সাধারণ পরিবারের হওয়ায় বা উচ্চশিক্ষিত হতে না পারায় ইংরেজি বলা যে কারোর পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু ভারতীয় দলের যোগদান করার পরেই তারা অনর্গলভাবে ইংরেজি বলতে শুরু করেন, যা দেখে অনেকেই অবাক হন! জানেন এর পিছনে রহস্য কী?

Image

আজকাল ভারতীয় ক্রিকেটাররা মিডিয়া বা সাংবাদিক সম্মেলনের সামনে যেভাবে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলেন, কিন্তু একসময় এই বিষয়টি নিয়েই তাদের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি অনেক ক্রিকেটার ইংরেজি বলার কারণে সাংবাদিক সম্মেলনে যেতে ভয় করতেন বা কেউ কেউ এড়িয়ে যেতেন।

ভারতীয় দলে এমন অনেক ক্রিকেটার এসেছেন যাদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয়। আসলে ক্রিকেটের কারনেই তাদের মাঝপথেই লেখাপড়া ছাড়তে হয়েছিল। কিন্তু অল্প শিক্ষা নিয়েও তারা যেভাবে অনর্গল ইংরেজিতে কথা বলেন, তা অনেকেই ভাবিয়ে তোলে। আসলে, বিসিসিআই এই সমস্ত খেলোয়াড়দের জন্য বিশেষভাবে মনোযোগ দিয়েছে।

Image

ভারতীয় ক্রিকেট বোর্ডের মতে, ইংরেজি ভাষার দক্ষতার পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। তাই ২০১৫ সালে খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো এমন একটি বিশেষ কোর্স চালু করে। এটি ছিল পাঁচ দিনের। যেখানে খেলোয়াড়দের কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। এর জন্য তাদের ইংরেজি শিক্ষার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এমনকি স্পোকেন ইংলিশের পাশাপাশি ফোনের মাধ্যমেও ইংরেজিতে কথা বলার জন্য সাহায্য করা হয়।

Image

জানা যায়, ভারতীয় দলে যখন কপিল দেব এসেছিল আন্তর্জাতিক সফরে গিয়ে ইংরেজির দ্বিধায় পড়তে হতো। এর জন্য তিনি একজন প্রাইভেট টিউটর নিয়োগ করেন। এমনকি ধোনিরও একই সমস্যা হয়েছিল তারপর সহকর্মী খেলোয়াড়দের মাধ্যমে তিনি ইংরেজিতে উন্নতি করেন। এছাড়াও বীরেন্দ্র সেহবাগ, প্রবীণ কুমারের মত খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে এড়িয়ে যেতেন বা তারা উত্তর দিলেও হিন্দিতে উত্তর দিতেন।