সাধারণ জ্ঞান কুইজ: কোন সময়ে ভারত পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল?

বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল ভারত, কখন জানেন?

General Knowledge Quiz: অতীতে ভারতকে ‘সোনার পাখি’ বলা হত। বিপুল সম্পদের ভান্ডার ছিল এই দেশ। মূলত এই কারণেই বহিরাগত লুটেরাদের মূল আকর্ষণ হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে তারা ভারতকে লুট করতে থাকে। কিন্তু জানেন কি ভারত কোন সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল? এই প্রতিবেদনে তেমনি কয়েকটি আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে জেনে নিন।

১) প্রশ্নঃ ভারতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু (টানা ১৭ বছর)।

২) প্রশ্নঃ কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৩) প্রশ্নঃ ভারতের প্রবাহিত কোন নদী তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত?
উত্তরঃ ব্রহ্মপুত্র।

৪) প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম উপসাগরের নাম কি?
উত্তরঃ ক্যালিফোর্নিয়া উপসাগর।

৫) প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি?
উত্তরঃ কর্ণাটক রাজ্যের হুবলি রেলওয়ে জংশন বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম, এর দৈর্ঘ্য ১,৫০৫ মিটার।

Image

৬) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি?
উত্তরঃ আরাবল্লী পর্বত।

৭) প্রশ্নঃ কানহা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
উত্তরঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, তামিলনাড়ু।

Image

৯) প্রশ্নঃ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাই।

১০) প্রশ্নঃ OPEC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ  Organization of the Petroleum Exporting Countries (পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন)।

১১) প্রশ্নঃ মঙ্গল গ্রহে আসা প্রথম মহাকাশযানটির নাম কি?
উত্তরঃ ভাইকিং – ১।

Image

১২) প্রশ্নঃ IAS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ IAS এর পূর্ণরূপ হল ভারতীয় প্রশাসনিক পরিষেবা (Indian Administrative Service)।

১৩) প্রশ্নঃ অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ চাণক্য।

১৪) প্রশ্নঃ ভারতের দ্বিতীয় সর্বাধিক আঞ্চলিক ভাষা কোনটি?
উত্তরঃ বাংলা।

১৫) প্রশ্নঃ কোন সময়ে ভারত পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল?
উত্তরঃ ১৭০০ শতকের শুরুর দিকে, যখন ব্রিটিশ লুণ্ঠনকারীরা এদেশে পা রাখেনি।