ভারতে সবথেকে বেশি কোন ভগবানের মন্দির আছে জানেন?

কোন ভগবানের মন্দির ভারতের সবথেকে বেশি আছে?

General Knowledge Quiz : চাকরির পরীক্ষায় জেনারেল নলেজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের সকলেরই জানা। বিশেষ করে যে সকল পরীক্ষার্থী রাজ্য সরকারি পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তারা জানেন, এই সকল পরীক্ষায় জেনারেল নলেজের গুরুত্ব কতটা দেওয়া হয়।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মানুষরা সবথেকে বেশি নিরামিষ খাবার খায়?
উত্তরঃ রাজস্থান।

২) প্রশ্নঃ কোন দেশের গরু সব থেকে বেশি দুধ দেয়?
উত্তরঃ অস্ট্রেলিয়ার জার্সি গাই।

৩) প্রশ্নঃ ফুটবলে জনপ্রিয় নয়, তবুও ফুটবল তৈরিতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
উত্তরঃ পাকিস্তান।

৪) প্রশ্নঃ বেদের মোট কতগুলি মন্ত্র আছে?
উত্তরঃ বেদের সংখ্যা চার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। এতে মোট মন্ত্র সংখ্যা ২০৩৭৯টি।

৫) প্রশ্নঃ কোন দেশে একটা করে বই পড়লে জেলের শাস্তি চারদিন করে কমে যায়?
উত্তরঃ ব্রাজিল দেশের বেশ কয়েকটি জেলে।

৬) প্রশ্নঃ Color আর Colour মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ Color হলো মার্কিন ইংলিশ, আর Colour হলো যুক্তরাষ্ট্র ইংলিশ।

৭) প্রশ্নঃ URL এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Uniform Resource Locator (ইউনিফর্ম রিসোর্স লোকেটর)।

৮) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে মুসলিম আছে কিন্তু মসজিদ নেই?
উত্তরঃ ইউরোপের দেশ স্লোভাকিয়া।

Image

৯) প্রশ্নঃ একটা ফাঁসির দড়ি কতটা লম্বা হয়?
উত্তরঃ আসামির উচ্চতার ১.৬ গুন।

১০) প্রশ্নঃ ফোনে ডিলিট হয়ে যাওয়া জিনিসগুলো কোথায় যায়?
উত্তরঃ ডিলিট করার পরও ফোনেই থেকে যায় কিন্তু দেখায় না। ব্যাকআপ বা রিস্টোর অ্যাপগুলোর মাধ্যমে সেগুলিকে এভাবেই ফিরে পাওয়া যায়।

১১) প্রশ্নঃ ভারতের সবথেকে এখনও পর্যন্ত ব্যয়বহুল সিনেমা কোনটি?
উত্তরঃ আদিপুরুষ (৫০০ কোটি)।

১২) প্রশ্নঃ একটা মশা সেকেন্ডে কতবার ডানা ঝাপটায়?
উত্তরঃ ৩০০ থেকে ৬০০ বার।

১৩) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি ঘূর্ণিঝড় হয়?
উত্তরঃ চীন দেশে।

Image

১৪) প্রশ্নঃ কলিযুগে পাপ ও পুণ্যের অনুপাত কত?
উত্তরঃ ১:৩ অর্থাৎ কলিযুগে মানুষ একটা পূণ্য করলে তিনটি পাপ করে।

১৫) প্রশ্নঃ ভারতে সবথেকে বেশি কোন ভগবানের মন্দির আছে?
উত্তরঃ বজরংবলী হনুমানের।