GK কুইজ : জানেন ভারতের ঠিক মাঝখানে কোন শহরটি অবস্থিত? ৯৯% লোকের অজানা

দেশের কোন শহরটি একেবারে মাঝখানে অবস্থিত জানেন?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষায় পাস করার পর ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ এর মধ্য দিয়ে যেতে হয়। এই রাউন্ডে পাঠ্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। তাই আপনিও যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনের মাধ্যমে কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, দেখে নিন।

১) প্রশ্নঃ কত সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ ১৯৬৩ সালে।

২) প্রশ্নঃ কিশলয় কথাটির মানে কী?
উত্তরঃ গাছের কচি বা নতুন সবুজ পাতা।

৩) প্রশ্নঃ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশটির নাম কী?
উত্তরঃ চীন। এরপরেই রয়েছে ভারত।

৪) প্রশ্নঃ চাণক্যের আসল নাম কি?
উত্তরঃ বিষ্ণু গুপ্ত।

৫) প্রশ্নঃ ভারতে প্রথম কামানের ব্যবহার কে শুরু করে?
উত্তরঃ বাবর।

৬) প্রশ্নঃ পৃথিবীর সর্বশেষ স্বাধীন হওয়া দেশ কোনটি?
উত্তরঃ দক্ষিণ সুদান (২০১১ সাল)।

৭) প্রশ্নঃ ভারতের সবথেকে বড় নদীর নাম কী?
উত্তরঃ গঙ্গা (দৈর্ঘ্য ২৫১০ কিলোমিটার)।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের আগের নাম ছিল কামরূপ?
উত্তরঃ আসাম।

৯) প্রশ্নঃ চীনের প্রাচীর পায়ে হেঁটে পার হতে কত দিন সময় লাগে?
উত্তরঃ প্রায় ১৮ মাস।

১০) প্রশ্নঃ মুর্শিদাবাদকে কোন নদী দুই ভাগে ভাগ করেছে?
উত্তরঃ ভাগীরথী নদী।

১১) প্রশ্নঃ পৃথিবীতে প্রথম যে বইটি ছাপানো হয়েছিল সেই বইটির নাম কী?
উত্তরঃ বাইবেল।

Image

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জেলা আছে?
উত্তরঃ উত্তর প্রদেশে।

১৩) প্রশ্নঃ সকালের তারা কোন গ্রহকে বলা হয়?
উত্তরঃ শুক্র গ্রহকে।

১৪) প্রশ্নঃ বেদের জ্ঞান প্রথম কোন চারজন ঋষি লাভ করেছিলেন?
উত্তরঃ অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরা।

Image

১৫) প্রশ্নঃ জানেন ভারতের ঠিক মাঝখানে কোন শহরটি অবস্থিত?
উত্তরঃ নাগপুর শহরটি ভারতের ঠিক মাঝখানে অবস্থিত।