ভারতবর্ষে গড়ে প্রতি ৭ কিলোমিটার অন্তর কী আছে জানেন?

প্রতি ৭ কিলোমিটার অন্তর ভারতবর্ষে কী আছে জানেন?

General Knowledge Quiz : ছাত্র-ছাত্রীরা লিখিত পরীক্ষায় পাশ করার পর যখন তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়, এই সময় তারা বেশ নার্ভাস থাকে। কারণ যারা ইন্টারভিউ নেন তারা পাঠ্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা ও সাধারণ জ্ঞানের উপর বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তাই আপনিও যদি ইন্টারভিউতে বাজিমাত করতে চান, তাহলে নিয়মিত এই ধরনের প্রশ্নগুলোর উত্তর জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ দুধের ঘনত্ব মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ ল্যাকটোমিটার।

২) প্রশ্নঃ বাতাসে শহর কাকে বলা হয়?
উত্তরঃ শিকাগো কে।

৩) প্রশ্নঃ গরু কোন রং সবথেকে ভালো দেখতে পায়?
উত্তরঃ সবুজ রং।

৪) প্রশ্নঃ একটা মুরগি কতক্ষণ পর্যন্ত উড়তে পারে?
উত্তরঃ ১০-১৫ সেকেন্ড।

৫) প্রশ্নঃ কোন দেশে সরকারি কর্মচারীরা সাইকেল চালিয়ে কাজে এলে অতিরিক্ত বেতন দেওয়া হয়?
উত্তরঃ নেদারল্যান্ডসে।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে আইপিএল নিষিদ্ধ?
উত্তরঃ আফগানিস্তান।

৭) প্রশ্নঃ BDO এর পুরো নাম কী?
উত্তরঃ Block Development Officer (ব্লক ডেভেলপমেন্ট অফিসার)।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল?
উত্তরঃ কলকাতা।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদী দেশ বলা হয়?
উত্তরঃ পাঞ্জাবকে।

Image

১০) প্রশ্নঃ ঋকবেদের যুগে পৃথিবীর সবচেয়ে পবিত্র নদী কী ছিল?
উত্তরঃ সরস্বতী নদী।

১১) প্রশ্নঃ কোন প্রাণীর গর্জনের শব্দ ৫ কিলোমিটার দূর থেকে শোনা যায়?
উত্তরঃ সিংহের গর্জন।

১২) প্রশ্নঃ ভারতের কোন খাবারটি মহাকাশে নিয়ে যাওয়া হয়েছিল?
উত্তরঃ সিঙ্গারা।

১৩) প্রশ্নঃ ‘ক্যামেরা’কে বাংলায় কী বলা হয়?
উত্তরঃ আলোকচিত্র গ্রহণ যন্ত্র।

১৪) প্রশ্নঃ কোন দেশে এখন ২০১৫ সাল চলছে?
উত্তরঃ আফ্রিকা দেশ ইথিওপিয়াতে, কারণ সে দেশে ১৩ মাসে বছর।

১৫) প্রশ্নঃ ভারতবর্ষে গড়ে প্রতি ৭ কিলোমিটার অন্তর কী আছে জানেন?
উত্তরঃ ভারতবর্ষের গড়ে প্রতি ৭ কিলোমিটার অন্তর একটি করে মন্দির আছে।