ভারত-ইংল্যান্ড: ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে বিরাট কোহলির দল গড়েছে একগুচ্ছ রেকর্ড

ভারত-ইংল্যান্ড টেস্ট: ওভাল টেস্টে ইংল্যান্ডকে ১৫৭ রানে পরাজিত করে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল। ভারতের সমস্ত খেলোয়াড়রা এই জয়ে প্রচুর অবদান রেখেছেন। এই জয়ের সুবাদে যে রেকর্ডগুলি হয়েছে এবার সেই সম্পর্কে জেনে নেওয়া যাক:

Image

১) ওলি পোপকে আউট করার সাথে সাথে জসপ্রীত বুমরাহ তার ১০০টি টেস্ট উইকেট পূর্ণ করেন। বুমরাহ ২৪তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন। এই নিয়ে বুমরাহ কপিল দেবকে (২৫) ছাড়িয়ে দ্রুততম ভারতীয় পেসার হিসেবে টেস্টে ১০০টি উইকেট নিলেন।

২) এই টেস্টে রোহিত শর্মা তার ১৫,০০০ আন্তর্জাতিক রান পূর্ণ করেন। এর পাশাপাশি ওপেনার হিসেবে তিনি ১১,০০০ রানের গণ্ডিও পার করেন। এছাড়া রোহিতের ৩,০০০ টেস্ট রান পূর্ণ হয়। 

Image

৩) ওভাল টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে রোহিত শর্মা ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক ৯টি আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেছেন এবং রাহুল দ্রাবিড়কে (৮) পিছনে ফেলেন। 

৪) বিরাট কোহলিই প্রথম ভারত অধিনায়ক, যাঁর নেতৃত্বে ভারত একটি দলের বিপক্ষে ১০টি ম্যাচ জেতার নজির গড়ল। ওভাল টেস্টে জয়ের পরই বিরাট কোহলির নেতৃত্বে শুধুমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধেই ১০টি টেস্টে জয় পেয়েছে ভারত। এই নজির ভারতের আর কোনও অধিনায়কের নেই।

Image

৫) ইংল্যান্ডে প্রথমবারের মতো সিরিজে দুটি ম্যাচ জিতেছে ভারত। চলতি সিরিজে এর আগে লর্ডস টেস্ট জিতেছিল আর এদিন ওভালেও ১৫৭ রানে জয়ী হয় ভারতীয় দল। 

Image

৬) প্রথম ইনিংসে ২০০ রানের কমে রানে অলআউট হওয়ার পর ভারত একমাত্র সফরকারী দল যারা টেস্ট জয় করার কৃতিত্ব অর্জন করে।  

Image

৭) এই প্রথমবার ইংল্যান্ডের ৪ জন খেলোয়াড় ভারতের বিপক্ষে টেস্টের চতুর্থ ইনিংসে ‘বোল্ড’ হলেন।

https://twitter.com/kaushal_tr18/status/1434919519051345925?s=20