আগামী তিন দিনের মধ্যে জাঁকিয়ে পড়বে শীত, জানালো আবহাওয়া দপ্তর

আবহাওয়ায় এখন শীতের ছোঁয়া লেগেছে! বুলবুল ঘুর্ণি ঝড়ের তান্ডব কেটে গেছে, এরপরেই শীতের পরশ লাগতে শুরু করেছে। গতকাল পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫° সে। তাপমাত্রা কিছুদিনের মধ্যেই হুহু করে নেমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

 

খবর সূত্রে জানা গিয়েছে যে, আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যেই স্বর্গরাজ্য জম্মু-কাশ্মীরে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে চলেছে আমাদের রাজ্যের রাজধানীতেও। এর ফলে শহরের তাপমাত্রা আরো ৩° সেলসিয়াস নিচে নেমে যাবে। যার ফলে কলকাতাবাসী শীতের কিছুটা আমেজ বুঝতে পারবে।

Image

আরও পড়ুনঃ জ্বর হয়েছে? কিভাবে বুঝবেন আপনি ডেঙ্গুতে আক্রান্ত কিনা

আপাতত শীত আসতে অনেকটা দেরি হয়েছে, রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সম্প্রতি বুলবুল ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের প্রচুর পরিমাণে জলীয়বাষ্প মিশে গেছে এর ফলে সকালে দিকে কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি থাকবে।

আরও পড়ুনঃ মিলনেও হতে পারে ডেঙ্গু রোগ, প্রমাণ পাওয়া গিয়েছে হাতেনাতে

তবে আপাতত দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের কোন রকম সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর ফলে ধীরে ধীরে সারা রাজ্যে নেমে আসবে শীতের প্রকোপ।