ওয়ানডে ক্রিকেটে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় দলের সর্বোচ্চ ৪টি স্কোর

টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের ব্যাটসম্যানেরা ব্যর্থ হলে কখনো কখনো বড় রানের ইনিংস খেলতে সক্ষম হন টেল আন্ডারের ব্যাটসম্যানরা। এদিন শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৮ নম্বরে ব্যাট করতে নেমে দীপক চাহার একটি দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় দলকে সুন্দর জয় উপহার দিয়েছেন।

👉🏻 আজকের প্রতিবেদনে রয়েছে, ওয়ানডে ক্রিকেটে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় দলের সর্বোচ্চ ৪টি স্কোর :

১) রবীন্দ্র জাদেজা: ৭৭ রান

New Zealand upset India with thrilling victory to reach Cricket World Cup  final

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে রবীন্দ্র জাদেজার ৫৯ বলে ৭৭ রানের মারকাটারি ইনিংসটি কারোর পক্ষে ভোলা সম্ভব নয়। টপ অর্ডার ব্যাটসম্যানেরা ব্যর্থ হলে ৮ নম্বরে ব্যাট করতে নেমে তিনি প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু জাদেজা আউট হতেই অবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় দল। 

২) দীপক চাহার: ৬৯* রান

SL Vs IND, 2nd ODI: 'Batting Star' Deepak Chahar Thanks Rahul Dravid

এদিন শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টপ অর্ডারের ব্যাটসম্যানের ব্যর্থ হলে দীপক চাহার অপরাজিত ৬৯ রানের একটি মূল্যবান ইনিংস খেলে প্রায় হেরে যাওয়া ম্যাচকে জিতিয়ে দেন। একসময় সকল শ্রীলংকানরা ভেবে নিয়েছিল যে তারা সিরিজে সমতা ফেরাতে চলেছে কিন্তু সেই স্বপ্নের জল ঢেলে দেন এই ভারতীয় ফাস্ট বোলার। এমনকি বল হাতে দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন।

৩) অজিত আগারকার: ৬৭* রান

ICC on Twitter: "#OnThisDay in 2000, Ajit Agarkar hit the fastest ODI fifty  by an Indian, off just 21 balls against Zimbabwe in Rajkot…  https://t.co/4tJqXAW0Wd"

২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে সকল টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে অজিত আগারকার এই পজিশনে ব্যাট করতে নেমে মাত্র ২৫ বলে ৬৭ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত ছিলেন। এই ম্যাচেই তিনি ২১ বলে হাফ সেঞ্চুরি করে ভারতীয় হিসাবে রেকর্ড করেছিলেন। এছাড়াও বল হাতে ৩টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

৪) রবীন্দ্র জাদেজা: ৬৬* রান

New Zealand vs. India, 3rd ODI: Video Highlights, Scorecard and Report |  Bleacher Report | Latest News, Videos and Highlights

২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ৩১৫ রানের মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হন। এরপর রবীন্দ্র জাদেজা ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৪৫ বলে ৬৬ রানের একটি অপরাজিত ইনিংস খেলে পরাজয়ের মুখ থেকে দলকে বাঁচিয়েছিলেন। শেষ ওভারে ১৫ রান দরকার ছিল, কিন্তু ১ রানের জন্য ম্যাচটি ড্র হয়ে যায়।