দেশের সবথেকে ধনী পরিচালক রাজামৌলীর সম্পত্তির পরিমাণ জানলে মাথা ঘুরপাক খাবে!

জানেন এস এস রাজামৌলীর সম্পত্তির পরিমাণ কত?

SS Rajamouli Net Worth: এই মুহুর্তে সেরা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে সবার ওপরে রয়েছেন এস এস রাজামৌলি। তিনি ভারতীয় চলচ্চিত্রকে এক আলাদা মাত্রায় নিয়ে গেছেন। উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। যদিও তিনি ‘বাহুবলী’-এর (Baahubali) মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করেন। RRR সিনেমার জনপ্রিয় গান ‘নাটু নাটু’র হাত ধরেই ভারতে তৃতীয় বারের মত এসেছে অস্কার।

এই ছবি মুক্তির পর থেকেই চলচ্চিত্র জগতের একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করে। মার্কিন মুল্লুককে ছবিটি মুক্তি পাওয়ার পর-ই জনপ্রিয়তার পারদ শীর্ষে পৌঁছতে দেখা যায়। সেখানেও বহু মানুষের মনে জায়গা করে ছবির দুই মুখ্য অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর।

হলিউডের জনপ্রিয় পরিচালকরা পর্যন্ত এস এস রাজমৌলির প্রশংসায় পঞ্চমুখ। যদিও এটাই তার প্রথম সাফল্যে নয়, ‘বাহুবলী’, ‘ইগা’র মতো ছবিও উপহার দিয়েছেন পরিচালক রাজামৌলি। তাই তার ছবি মানেই বক্স অফিসে বাম্পার হিট, ব্যাবসার দিক দিয়েও তা অন্তত ৫০০ কোটি থেকে ১০০০ কোটি টাকা।

কিন্তু অনেকেই হয়তো‌ এ বিষয় সম্পর্কে অবগত নন, পরিচালক রাজমৌলি কত‌ টাকা উপার্জন করেন বা তার সম্পত্তির পরিমাণ-ই বা কত? ২০০৮ সাল নাগাদ হায়দরাবাদের জুবিলি এলাকায় কোটি কোটি টাকা খরচা করে একটি সুন্দর ডিজাইনের বিলাসবহুল বাংলো তৈরি করিয়ে ছিলেন তিনি।

Image

আবার এর পাশাপাশি দামি ব্র্যান্ডের গাড়িও রয়েছে তার। যার মধ্যে অন্যতম হল রেঞ্জ রোভার। এই গাড়িটির দাম ২ কোটি ৩৯ লক্ষ থেকে ৪ কোটি ১৭ লক্ষ টাকা হবে। বিএমডব্লুর এক কালো চার চাকার গাড়ি কিনেছেন তিনি, যার দাম প্রায় ১.৭৫ কোটি টাকা।তার পরিচালিত সিনেমা মানেই হিট এবং প্রতিটি ছবির আয়ের ৩৩ শতাংশ লভ্যাংশ তিনি নেন।

রাজমৌলি প্রতি সিনেমা থেকে প্রায় ২৪ কোটি টাকা পারিশ্রমিক পান। এছাড়াও রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গেও যুক্ত। বর্তমানে রাজমৌলির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫৮ কোটি টাকা এবং বহু অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় আসতে চলেছে রাজমৌলির পরবর্তি ছবি ‘এসএসএমবি২৯’। এছাড়াও, তিনি দেশের সর্বোচ্চ করদাতাদের একজন।