চোখের ধাঁধা : এই ছবি দুটির মধ্যে ৩টি পার্থক্য রয়েছে, খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

বলুন তো এই ছবির মধ্যে তিনটি পার্থক্য কি কি রয়েছে

Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় আজকাল অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রমের ছবিগুলি ছেয়ে রয়েছে। অনেকে আবার এগুলিকে সমাধান করতেও বেশ পছন্দ করেন। এর মাধ্যমে আইকিউ লেভেল (IQ level) পরীক্ষা করারও একটি দুর্দান্ত উপায়। এখানেও একটি নতুনত্ব ধাঁধা নিয়ে আসা হয়েছে যেখানে আপনাকে তিনটি পার্থক্য খুঁজে বের করতে হবে।

ছবিতে দেখতে পাচ্ছেন, গাছের গুঁড়ির উপরে একটি ছেলে গিটার বাজাচ্ছে আর তার পাশেই রয়েছে একটি ছোট্ট মেয়ে। পরিবেশটা দারুন সুন্দর এবং প্রতিটি জিনিস খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন আপনার দৃষ্টিশক্তি (Eyesight) পরীক্ষা করার পালা। আপনি যদি ১৫ সেকেন্ডের মধ্যে এই ছবির তিনটি পার্থক্য খুঁজে বের করেন তাহলে আপনার চোখ সত্যিই তীক্ষ্ণ।

প্রথম দর্শনে ছবি দুটি দেখে একই রকম লাগলেও ভালোভাবে পর্যবেক্ষণ করলে এর মধ্যে এমন তিনটি পার্থক্য লুকিয়ে রয়েছে, যা আপনার চোখকে ফাঁকি দিচ্ছে। আসলে, এই পার্থক্যগুলি রং বা আকৃতির খুবই সূক্ষ্ম পরিবর্তন থাকে, যা আপনাকে খুঁজে বের করতে হবে। এই ধরনের চ্যালেঞ্জগুলি গ্রহণ করার অর্থ চোখ ও মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করা যায়।

অভিনন্দন সেই সকল পাঠকদের যারা পার্থক্যগুলি খুঁজে পেতে সক্ষম হয়েছেন। এর পাশাপাশি তাদের দৃষ্টিশক্তির প্রশংসা করতেই হয়। কিন্তু এখনো যারা এই ছবির মধ্যে থাকা পার্থক্যগুলি খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন তাদের বিচলিত হওয়ার কিছু নেই নিচে হাইলাইট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ছবিটিকে ঘনিষ্ঠ ভাবে লক্ষ্য করুন…

Image

ছবি দুটির পার্থক্যগুলি হল:
প্রথম পার্থক্যটি রয়েছে ডান দিকে থাকা গাছের গুঁড়ি।
দ্বিতীয় পার্থক্যটি হলো — ছবি ডান পাশে থাকা তাঁবুটি র সামনে কোন প্রবেশ পথ নেই।
আর তৃতীয় পার্থক্যটি হলো লাল রঙের জগ, একটি হাতলের অংশ অন্যটির থেকে আলাদা।