ইন্টারভিউ প্রশ্ন : এমন কোন কাজ যা আইবুড়ো মেয়েরা করলে সমাজে সবাই ছি ছি করে?

অবিবাহিত মেয়েরা কোন কাজটি করলে সমাজে দুর্নাম হয়

General Knowledge Quiz: ছাত্রছাত্রীরা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি জীবন সম্পর্কিত অনেক প্রশ্ন করা হয়। কখনো কখনো তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যা শুনে তারা ঘাবড়ে যান। কিন্তু প্রশ্নগুলি শুনে যতটা কঠিন মনে হয়, একটু ঠান্ডা মাথা চিন্তা করলেই সহজেই উত্তর বেরিয়ে আসবে। এবার তা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ কোন দেশ ভারতের সঙ্গে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে?
উত্তরঃ বাংলাদেশ।

২) প্রশ্নঃ ভারতের সেনা দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৫ই জানুয়ারি।

৩) প্রশ্নঃ গরুর দুধ দেয় মুরগি ডিম দেয়, দুটোই কোন প্রাণী দেয়?
উত্তরঃ প্লাটিপাস।

৪) প্রশ্নঃ গজনির মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল?
উত্তরঃ ১৭ বার।

৫) প্রশ্নঃ শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে?
উত্তরঃ মেটাবলিজম।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে গাড়ি চালানোর সময় তেল ফুরিয়ে গেলে অপরাধ বলে গণ্য হয়?
উত্তরঃ জার্মানি।

৭) প্রশ্নঃ একজন পিতা তার কন্যার জন্মের সময় দেয় আর বিয়ের আগে নিয়ে নেয়, সেটা কী?
উত্তরঃ উপাধি।

৮) প্রশ্নঃ পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?
উত্তরঃ তামা ও দস্তা।

৯) প্রশ্নঃ ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি কাদের উপনিবেশ ছিল?
উত্তরঃ ফরাসি

১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে ‘সিংহের শহর’ বলা হয়, অথচ একটিও সিংহ নেই?
উত্তরঃ সিঙ্গাপুরকে।

১১) প্রশ্নঃ ঘূর্ণিঝড়ের কেন্দ্র একটি শান্ত এলাকা, একে ঝড়ের কি বলা হয়?
উত্তরঃ চক্ষু।

১২) প্রশ্নঃ  ‘তিনবিঘা করিডর’ (Tin Bigha Corridor) কোন দুটি দেশকে যুক্ত করেছে?
উত্তরঃ ভারত ও বাংলাদেশ।

১৩) প্রশ্নঃ প্রতাপগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ আফজল খান ও শিবাজী।

১৪) প্রশ্নঃ বাল্মিকী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত?
উত্তরঃ বিহারের পশ্চিম চম্পারন।

১৫) প্রশ্নঃ এমন কোন কাজ যা আইবুড়ো মেয়েরা করলে সমাজে সবাই ছি ছি করে?
উত্তরঃ সিঁদুর পরলে। (এই সহজ প্রশ্নের মধ্যেই বিভ্রান্ত করার চেষ্টা করা হয়)।