বলিউডের এই অভিনেতার স্ত্রী ‘লেডি আম্বানি’, তার কাজের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেন

ব্যবসার পাশাপাশি ঘর সামলানো থেকে একজন সমাজকর্মী হিসেবেও পরিচিত

সুনীল শেট্টি (Suniel Shetty) ৯০ দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্য একজন। তার ফিল্মি কেরিয়ারের উপহার দিয়েছেন বহু হিট সিনেমা। সুনীল সফল অভিনেতার পাশাপাশি সফল ব্যবসায়ীও বটে। কিন্তু জানেন কি তার স্ত্রীকে বলিউডে ‘লেডি আম্বানি’ (Lady Ambani) বলা হয়? চলুন জেনে নিই তার কারণ।

১৯৯১ সালে সুনীল শেট্টি মানাকে বিয়ে করেন (Mana Shetty)। ঠিক তার পরের বছরেই বলিউডে পা রাখে অভিনেতা। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে নিজেদের প্রেম কাহিনিই তুলে ধরেছিলেন সুনীল নিজে। তখনি তিনি জানান, মানাকে প্রথম বার দেখেই প্রেমে পড়েন।

Image

কিন্তু মানা শেট্টি শুধুমাত্র অভিনেতা সুনীলের স্ত্রী হিসাবে পরিচিত নয়। তিনি একজন সফল বিজনেস ওমেনও। বিয়ের আগে থেকেই তিনি ব্যাবসাতে যোগ দেন। মাত্র ১৫ বছর বয়সে ব্যবসায়ী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মানা। বাবার সাহায্য নিয়ে বোন ইশার সহযোগিতায় খুলে ফেলেছিলেন একটি ফ্যাশন ব্র্যান্ড।

এছাড়াও মানা তার স্বামী সুনীল শেট্টি সাথে ‘S2 Realty & Developers’ নামে একটি রিয়েল এস্টেট ফার্ম চালান। এই ফার্মের মাধ্যমে মানা মুম্বাইতে ২১টি বিলাসবহুল ভিলা তৈরি করেছে। এই ভিলাগুলিতে বিলাসবহুল সব আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। তাই এখানে আর বলার জায়গা নেই যে সুনীলের থেকে তার স্ত্রী অনেক বেশি অর্থ উপার্জন করেন।

Image

তবে সুনীল পত্নি শুধু ব্যবসায়ী নয় পাশাপাশী ঘরও সামলান। এছাড়াও তিনি একজন সমাজকর্মী হিসেবে একটি এনজিও সামলান। জানিয়ে রাখা ভাল, মানা শেট্টি সেভ দ্য চিলড্রেন ইন্ডিয়া নামের একটি এনজিও এর সাথে যুক্ত। তিনি বিভিন্ন জায়গা থেকে এই এনজিওর জন্য তহবিলও সংগ্রহ করেন। যার জন্য তিনি এরাইজ নামের একটি প্রদর্শনী চালান।

এদিকে সুনীল সফল অভিনেতার সঙ্গে সাকসেসফুল ব্যবসায়ীও বটে। তিনি সিনেমার থেকে তার বিজনেস থেকেই বেশি আয় করেন। এর মধ্যে রয়েছে প্রোডাকশন হাউস, বুটিক, রিয়েল এস্টেট এবং রেস্তোরাঁর মতো সব ব্যবসা। এই রোজকার থেকে সুনীল ও মানা মুম্বাইয়ে একটি বিলাসবহুল বাড়িও বানিয়েছে। এখন সুনীলের গোটা পরিবারের আয় প্রায় ১৫০ কোটি টাকা।