তিরুপতি মন্দিরে প্রতিবছর জমা হয় কয়েকশো টন চুল, জানেন এই চুল কোথায় যায়

Tirupati Temple: প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ মন্দিরে গিয়ে নিজের ইচ্ছা পূরণের জন্য চুল দান (hair donation) করে আসেন। বিশেষ করে তিরুপতি মন্দিরে (Tirupati Temple) এই ঘটনা দেখা যায়। আর এই চুল বিক্রি করে কোটি কোটি টাকার ব্যবসা করেন মন্দির কর্তৃপক্ষ। কারা এই চুল কেনেন বা কিভাবে চলে এই কেনাবেচা? এই প্রতিবেদনের বিস্তারিত জানানো হয়েছে।

দেশের মধ্যে তিরুপতি মন্দিরে ভক্তরা সবচেয়ে বেশি চুল দান করে থাকেন। কথিত আছে, এখানে ভক্তরা যত চুল দেন, ঈশ্বর (God) তার ১০ গুন সম্পত্তি ফিরিয়ে দেন তাকে। চুল দান করলে সন্তুষ্ট হন লক্ষী দেবী (Laxmi Devi)। এখানে কেবল পুরুষরা নয়, মহিলারাও ইচ্ছা পূরণের জন্য চুল দান করেন।

Image

প্রতিবছর লক্ষ টন চুল জমা হয় তিরুপতি মন্দিরে। পরিসংখ্যান বলছে, বছরে প্রায় ৬০০ টন চুল দেন ভক্তরা। জানেন কি হয় সেই চুল দিয়ে? মন্দির সূত্রে জানা গেছে, কেটে ফেললে চুল প্রথমে গরম জলে ফোটানো হয়। এরপর সাবান দিয়ে ধুয়ে শুকানো হলে একটি গুদাম ঘরে রাখা হয়। এরপর বিভিন্নভাগে চুলগুলি ভাগ করা হয়।

এক সংবাদসূত্রে জানা গেছে, চুলগুলি প্রতি কেজিতে প্রায় ৩ হাজার টাকায় বিক্রি হয়। এরপর সেই চুল অনলাইনে নিলাম করা হয় এবং তিরুপতি মন্দিরের কর্তৃপক্ষ কোটি কোটি টাকা আয় করে। এই চুল বিক্রি হয় চীন, আমেরিকা-ইউরোপ সহ আফ্রিকার বিভিন্ন দেশে। এই চুল দিয়ে তৈরি হয় উইগ বা পরচুলা।

Image

তিরুপতি মন্দিরের ভক্তদের চুল কামানোর জন্য নিযুক্ত থাকে প্রায় ৬০০ জন। পরিসংখ্যান বলছে, এখানে দৈনিক ২০ হাজার ভক্ত এখানে এসে চুল কামিয়ে যান। প্রত্যেক ভক্তের মাথা কামানোর জন্য নাপিতরা পান ১১ টাকা। ভক্তরা খুশি হয়ে অনেক সময় তাদের অতিরিক্ত টাকাও দেন।

একটি সংবাদ মাধ্যম দাবি করেছিল, ২০২১ সালের জানুয়ারি মাসের তিরুপতি মন্দির কর্তৃপক্ষ ১ লক্ষ ৪৩ হাজার ৯০০ কেজি চুল বিক্রি করেছিলেন। অনলাইনে সেই চুল নিলাম করে ১১ কোটি ১৭ লক্ষ টাকা। প্রতিবছর প্রায় ১৫০ কোটি টাকা আয় করে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ।