কুইজ : যে বল দিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলা হচ্ছে, তার দাম কত জানেন?

বিশ্বকাপের একটি বলের দাম কত জানলে অবাক হবেন?

General Knowledge Quiz : ২০২৩ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া দল। সম্ভবত আপনিও ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবরগুলো জানেন। কিন্তু জানেন কি যে বল দিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলা হচ্ছে তার দাম কত? খুব কম মানুষই জেনে থাকবেন এ বিষয়ে। এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ফাইনাল ম্যাচের আগে রোহিত শর্মা ও প্যাট কামিন্স এর ফটোশুট কোথায় হয়েছিল?
উত্তরঃ আমেদাবাদের একটি ঐতিহ্য স্থানে রোহিত শর্মা ও প্যাট কামিন্স এর ফটোশুট হয়েছিল, যার নাম আদালাজ ভাব।

Image

২) প্রশ্নঃ দীপাবলি কথাটির অর্থ কী?
উত্তরঃ দীপাবলি কথাটির অর্থ প্রদীপের সমষ্টি।

৩) প্রশ্নঃ আমাদের শরীরের কোন অঙ্গকে বলা হয় রোগের আয়না?
উত্তরঃ জিভকে রোগের আয়না বলা হয়।

৪) প্রশ্নঃ সূর্যের আলোকে কিসের জন্য পৃথিবীতে সোনালী বা হলুদ দেখায়?
উত্তরঃ বায়ুমণ্ডলের কারণে সূর্যের আলোকে পৃথিবীতে সোনালী বা হলুদ রঙের দেখায়।

৫) প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কোন বাগানে হয়েছিল?
উত্তরঃ ১৭৫৭ সালে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশীর যুদ্ধটি আম বাগানে হয়েছিল।

Image

৬) প্রশ্নঃ শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে গীতা হিন্দুদের কী?
উত্তরঃ হৃদপিণ্ড।

৭) প্রশ্নঃ এশিয়া মহাদেশের কোন দেশে সবথেকে বেশি হাতি আছে?
উত্তরঃ ভারতবর্ষে সবথেকে বেশি হাতি রয়েছে।

৮) প্রশ্নঃ গাড়িতে ও দোকানের লঙ্কা-লেবুর মালা ঝোলানো হয় কেন?
উত্তরঃ মানুষের কুদৃষ্টি থেকে বাঁচতে বা গাড়িকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্য।

৯) প্রশ্নঃ শ্রাদ্ধ বাড়ির খাবার খাওয়া উচিত নয় কেন?
উত্তরঃ অনেকেই মনে করেন শ্রাদ্ধ বাড়ির খাবার খেলে আয়ু কমে যায়।

Image

১০) প্রশ্নঃ যে বল দিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলা হচ্ছে, তার দাম কত জানেন?
উত্তরঃ প্রথমেই জানি রাখি, টি-টোয়েন্টি এবং ওডিআই ম্যাচের জন্য কুকাবুরার টার্ফ সাদা বল ব্যবহৃত হয়। আর একটি সাদা বলের দাম প্রায় ১৫,০০০ টাকা।