ডাক্তারদের হাতের লেখা খারাপের কারণে প্রতিবছর কত মানুষ মারা যায়?

প্রতিবছর কত লোক মারা যায় ডাক্তারদের হাতের লেখা খারাপের কারণে?

General Knowledge Quiz : সরকারি অথবা বেসরকারি যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি আসবেই। তাই আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানেরও প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ প্রজ্ঞান রোভার চাঁদের দক্ষিণ মেরুতে কীসের উপস্থিতি নিশ্চিত করেছে?
উত্তরঃ সালফার।

২) প্রশ্নঃ ২০২৩ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তরঃ কাশ্মীরে।

৩) প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জয়ী প্রথম ভারতীয় কে?
উত্তরঃ নীরজ চোপড়া (Neeraj Chopra)।

৪) প্রশ্নঃ চাঁদে চন্দ্রযান-৩ অবতরণের স্থানটি কী নামে পরিচিত হবে?
উত্তরঃ শিবশক্তি (Shiva Shakti)।

৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন গ্রামকে ‘গ্রামরত্ন’ বলা হয়?
উত্তরঃ নদীয়া জেলার ফুলিয়া গ্রামকে।

৬) প্রশ্নঃ কোন্ ঋতুতে আশ্বিনের ঝড়’ দেখা যায় ?
উত্তরঃ শরৎকালে।

৭) প্রশ্নঃ ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ কলকাতা (Kolkata)।

৮) প্রশ্নঃ কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রায় মাঝখানে নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে বিস্তৃত।

৯) প্রশ্নঃ DVC-এর পুরাে নাম কী?
উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন (Damodar Valley Corporation)।

১০) প্রশ্নঃ ইমোজি (Emoji) শব্দটির আক্ষরিক অর্থ কী?
উত্তরঃ ইমোজি জাপানি শব্দ, ‘ই’ এর অর্থ ‘ছবি’ এবং ‘মোজি’ এর অর্থ ‘চরিত্র’।

১১) প্রশ্নঃ আলোকবর্ষ কাকে বলে?
উত্তরঃ আলো ১ বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।

১২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ ভাগীরথী (Bhagirathi), ৫৩০ কিলোমিটার।

১৩) প্রশ্নঃ কোন প্রাণীটি কখনো রোগে আক্রান্ত হয় না?
উত্তরঃ সামুদ্রিক প্রাণী হাঙ্গরের (Shark) কোন রোগ ব্যাধি হয় না।

১৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে কোন্ নদী গঙ্গা নামে পরিচিত?
উত্তরঃ ভাগীরথী-হুগলি নদী।

Image

১৫) প্রশ্নঃ ডাক্তারদের হাতের লেখা খারাপের কারণে প্রতিবছর কত মানুষ মারা যায়?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মেডিসিন এর গবেষণা অনুযায়ী, প্রেসক্রিপশনে ডাক্তারের হাতের লেখা খারাপের কারণে ভুল ঔষধ খাওয়ার জন্য প্রতি বছর পৃথিবীতে অন্তত ৭০০০ জন রোগী মারা যায়।