কুইজ : বর্তমানে ভারতের জেলে মোট কতজন অপরাধী বন্দী রয়েছে?

এই মুহূর্তে কতজন অপরাধী ভারতীয় কারাগারে বন্দী আছে?

General Knowledge Quiz : বর্তমানে সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা কারো অজানা নয়। রেলওয়ে, ব্যাংকিং বা এসএসসি মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। আপনিও যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এগুলি জেনে রাখা উচিত। এছাড়া এর মাধ্যমে দেশ-বিদেশ সম্পর্কে নানান তথ্য জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন। 

১) প্রশ্নঃ ভারতের কালাপানি জেল (Kalapani Jail) কোথায় অবস্থিত?
উত্তরঃ সেলুলার জেল বা কালাপানি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি পূর্বতন কারাগার।

২) প্রশ্নঃ শনি গ্রহে কোন কোন গ্যাস পাওয়া যায়?
উত্তরঃ হাইড্রোজেন এবং হিলিয়াম।

৩) প্রশ্নঃ ভারতের সবচেয়ে সুখী রাজ্য কোনটি? 
উত্তরঃ মিজোরাম (Mizoram) রাজ্যের মানুষ সবচাইতে সুখী।।

৪) প্রশ্নঃ NASA-র পুরাে নাম কি?
উত্তরঃ NASA-র পুরাে নাম ন্যাশনাল অ্যারােনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

৫) প্রশ্নঃ ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়?
উত্তরঃ বিক্রম সারাভাই (Vikram Sarabhai)।

৬) প্রশ্নঃ ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ আমেরিকা (America)।

৭) প্রশ্নঃ আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন কোন ভারতীয় অভিনেতা? 
উত্তরঃ শাহরুখ খান (Shah Rukh Khan)।

৮) প্রশ্নঃ ভারতের কোন শহরকে মদের রাজধানী বলা হয়?
উত্তরঃ নাসিক (Nashik) শহরে প্রচুর পরিমাণে মদ উৎপন্ন হওয়ায় একে ভারতের ‘মদের রাজধানী’ বলা হয়।

৯) প্রশ্নঃ কোনটি ভারতের অপরাধ মুক্ত শহর?
উত্তরঃ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) দাবি করেছে যে কলকাতা ভারতের অপরাধ মুক্ত শহর।

১০) প্রশ্নঃ বর্তমানে ভারতের জেলে কতজন অপরাধী বন্দী রয়েছে?
উত্তরঃ ভারতের বিভিন্ন কারাগারে প্রায় ৫ লাখ ৫৪ হাজার মানুষ বন্দী রয়েছে। (ভারত বিশ্বে চতুর্থ আর আমেরিকা এক নম্বরে, যেখানে ১৭ লক্ষেরও বেশি মানুষ কারাগারে বন্দী আছে)।