GK : জানেন ভারতকে চারিদিকে দিয়ে মোট কয়টি দেশ ঘিরে রয়েছে?

মোট কয়টি দেশ ভারতকে চারিদিকে ঘিরে রয়েছে জানেন?

General Knowledge Quiz : সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরীক্ষা হোক বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন গুলি বেশি করা হয়। এছাড়া সাধারণ জ্ঞান মানুষের নলেজ বাড়িয়ে তুলতেও সক্ষম। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যেগুলি হয়তো আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ বলুন তো পৃথিবীর কোন প্রাণীকে অমর প্রাণী হিসেবে দাবি করা হয়েছে?
উত্তরঃ আসলে ভূমধ্যসাগরে বসবাসকারী জেলিফিশ (jellyfish) এর মধ্যে একটি আশ্চর্যজনক ও অনন্য ক্ষমতায় রয়েছে, যে কারণে তারা বার্ধক্যকে ঠকিয়ে রাখে এবং তাদের জীবন নতুনভাবে শুরু করতে পারে। এই কারণে জেলিফিশকে অমরপ্রাণী হিসেবে দাবি করা হয়।

২) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ পান করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে?
উত্তরঃ সিংহীর দুধ এতই গরম যে মানুষের হজম করার ক্ষমতা নেই। সম্ভবত এই কারণেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

৩) প্রশ্নঃ জানেন মানুষের মৃত্যুর কত ঘন্টা পর হৃদপিণ্ড জীবিত থাকে?
উত্তরঃ মৃত্যুর পরবর্তী প্রায় ছয় ঘন্টা হৃদপিণ্ড জীবিত থাকে এবং এই সময়ের মধ্যে অন্য রোগীর শরীরে স্থানান্তরিত করা যেতে পারে।

৪) প্রশ্নঃ এশিয়ার বৃহত্তম পাইকারি মশলার বাজার কোথায় অবস্থিত জানেন?
উত্তরঃ এশিয়ার বৃহত্তম পাইকারি মশলার বাজার অবস্থিত দিল্লিতে।

৫) প্রশ্নঃ টেবিল টেনিস খেলার উৎপত্তি হয়েছিল কোন দেশে?
উত্তরঃ ক্রিকেটের মতোই টেবিল টেনিস খেলার উৎপত্তি হয়েছিল ইংল্যান্ড দেশে।

৬) প্রশ্নঃ ১৮৫৩ সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত চলা ভারতের প্রথম ট্রেনের নাম কি ছিল?
উত্তরঃ ভারতের মাটিতে চলা প্রথম ট্রেনটির নাম ছিল ব্ল্যাক বিউটি (Black Beauty)।

Image

৭) প্রশ্নঃ শুধুমাত্র অনাহারের কারণে কতজন মানুষ প্রতিবছর মারা যায়?
উত্তরঃ একটি সমীক্ষায় প্রকাশিত হয়েছে, প্রতিবছর এক কোটিরও বেশি মানুষ শুধুমাত্র খাবার না খেতে পেয়ে মারা যায়।

৮) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখ বলা হয়?
উত্তরঃ অতীতে বর্ষার সময় দামোদরের (Damodar) রূপ এতটাই ভয়াবহ হয়ে উঠতো যে প্রচুর ক্ষয়ক্ষতি করত, এই কারণে দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়।

৯) প্রশ্নঃ জানেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক শীতকালীন পরিমাণে বৃষ্টিপাত হয়?
উত্তরঃ তামিলনাড়ু (Tamil Nadu) রাজ্যে সর্বাধিক পরিমাণে শীতকালে বৃষ্টিপাত হয়।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারতকে চারিদিকে দিয়ে মোট কয়টি দেশ ঘিরে রয়েছে?
উত্তরঃ আসলে এখানে ঘিরে রয়েছে বলে ভারতের প্রতিবেশী দেশের কথা বলা হয়েছে। ভারতের মোট নয়টি প্রতিবেশী দেশ রয়েছে। যথা: চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।