কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন অরিজিৎ সিং? তার শিক্ষাগত যোগ্যতা জেনে অবাক হবেন

অরিজিৎ সিং এর শিক্ষাগত যোগ্যতা জানলে অবাক হতে পারেন

শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেই মজেছেন অরিজিতের (Arijit Singh) গানে। শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও কনসার্ট করে থাকেন। সেখানেও উপচে পড়ে শ্রোতাদের ভিড়। বর্তমানে দশকের সেরা কণ্ঠশিল্পীও তিনি। তার গাওয়া প্রত্যেকটি গানই হিট হয়। তবে জানেন কি অরিজিৎ সিংয়ের পড়াশোনা কেমন ছিল?

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সঙ্গীতচর্চাও শুরু হয়। তার বাবা-মাও তার ইচ্ছেকে প্রাধান্য দিতেন।প্রথম রাজেন্দ্র প্রসাদ হাজারি-র কাছে ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও পরে ধীরেন্দ্র প্রসাদ হাজারী–র কাছ থেকে তবলা এবং বীরেন্দ্র প্রসাদ হাজারী–র কাছ থেকে রবীন্দ্র সঙ্গীত এবং পপ সঙ্গীতের তালিম নেন।

মুর্শিদাবাদ জেলার রাজা বিজয় সিং হাই স্কুলে পড়াশোনা শেষ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়-র অন্তর্ভুক্ত শ্রীপত সিং কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে কোন বিষয়ে তিনি স্নাতক হন তা জানা যায়নি। যদিও তিনি লেখাপড়ার বদলে গানকেই বেশি পছন্দ করতেন, ফলে তার পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না। তবুও তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন।

গানের পাশাপাশি অরিজিতের সাইকেল চালানো, ফটোগ্রাফি, এবং বাংলা গল্প-উপন্যাসের প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে গায়কের ভাগ্য খুলে যায় ‘ফেম গুরুকুল’-এ অংশগ্রহণের পর। মাত্র ১৮ বছর বয়সে এই রিয়্যালিটি শোয়ে ভাগ নেন। সেখানে জিততে না পারলেও তার গায়কী ঢঙের মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন।

‘মার্ডার ২’ এর ‘ফির মহাব্বত’ (Phir Mahabbat) গানটির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অরিজিৎ সিং। গানটি ২০০৯ সালে রেকর্ড করা হয়েছিল কিন্তু মুক্তি পায়। ২০১১ সালে। এরপর ‘আশিকি ২’ এর প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি রাতারাতি তারকা বনে যান। এরপর আর কখনো পিছে ফিরে তাকাতে হয়নি গায়ককে। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও একেবারে সহজ-সরলভাবেই থাকতে ভালোবাসেন সকলের প্রিয় গায়ক। যার দরুন তিনি সবসময়ই চর্চায় থাকেন।