অল্প বয়সেই হয়ে উঠেছেন বিপুল সম্পত্তির মালিক! কীভাবে রতন টাটার ম্যানেজার হলেন এই যুবক?

রতন টাটার খুবই প্রিয় হয়ে উঠেছেন তার এই যুবক ম্যানেজার

ভারত তো বটেই, বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পপতিদের তালিকাতেও রতন টাটা (Ratan Tata) এক উল্লেখযোগ্য নাম। তিনি নিজের সামাজিক কাজকর্ম এবং দেশের নতুন উদ্যোক্তাদের প্রতি সাহায্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত হয়েছেন। তবে প্রায়শই রতন টাটার সঙ্গে একজন অল্প বয়সী যুবককে দেখা যায়।

সেই যুবকের আসল পরিচয় ও সম্পত্তি পরিমাণ জানলে চমকে যাবেন! বিগত কয়েক বছর ধরে টাটার সাথে এক যুবককে প্রায়শই দেখা যাচ্ছে। তার পাশাপাশি, ইতিমধ্যেই তিনিও সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন। তাঁর নাম হল শান্তনু নাইডু (Shantanu Naidu)।

বর্তমানে তিনি রতন টাটার ম্যানেজার। সবথেকে বড়ো বিষয় হল, রতন টাটা তাকে পুত্রসম মনে করেন। মূলত, শান্তনু রতন টাটার ব্যবসা, ও তাঁর বিনিয়োগ সংক্রান্ত দিক দেখভাল করেন। যদিও শান্তনুর ‘গুডফেলো’ (Goodfellow) নামে একটি নিজস্ব একটি কোম্পানিও রয়েছে।

Image

তার কাজ হল বয়স্কদের প্রয়োজনের সময় সমস্তরকম সুবিধাপ্রদান করা হয়। শান্তনুর কোম্পানির বাজার মূল্য ৫ কোটি টাকারও বেশি। অটোমোবাইল ডিজাইন ইঞ্জিনিয়ার শান্তনু ২০১৪ সাল নাগাদ টাটা এলক্সিতে যোগ দিয়েছিলেন। সেই সময়েই শান্তনু এক পথ দুর্ঘটনায় একটি কুকুরকে মারা যেতে দেখেন।

Image

এই ঘটনা তার মনকে গভীরভাবে নাড়া দেয়। যার জন্য তিনি তাদের সাহায্যের উদ্দেশ্যেই এক NGO খুলেছেন। তাছাড়া,কুকুরগুলি যাতে যানবাহনের আঘাত থেকে রক্ষা পায় তার জন্য সেগুলির গলায় এমন এক ডিভাইস পরিয়েছেন যেগুলি অন্ধকারে জ্বলজ্বল করত।

Image

আসলে শান্তনু এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাঁর বাবা রতন টাটাকে একটি চিঠি লেখেন যার ফলস্বরূপ টাটা শান্তনুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। কুকুরদের প্রতি শান্তনুর এই আচরণ টাটাকে মুগ্ধ করে। তাই তিনি শান্তনুর কর্মকাণ্ড দেখে তাঁকে ম্যানেজার এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেন।