GK প্রশ্ন : জানেন একজন মহিলা কতটা সুন্দর সেটা বিজ্ঞানের কোন সূত্র দিয়ে বার করা হয়?

কোন সূত্র দিয়ে একজন মহিলা কতটা সুন্দর তা বের করা যায়?

General Knowledge Quiz : একজন মহিলার সৌন্দর্য কতটা ভালো তার রূপ দেখে বোঝা যায়, কিন্তু পরিমাপ করা যায় না। তবে বিজ্ঞানের একটি বিশেষ সূত্র রয়েছে যা দেখে ওই মহিলার সৌন্দর্য বের করা যায়। জানেন কি সেই সূত্র? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন কোন দেশের মানুষ ছিলেন?
উত্তরঃ ইউরি গ্যাগারিন (Yuri Gagarin) রাশিয়ার মানুষ ছিলেন।

Image

২) প্রশ্নঃ বর্তমানে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে জানেন?
উত্তরঃ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

৩) প্রশ্নঃ আসাম ও পশ্চিমবঙ্গ কে আলাদা করেছে কোন নদী?
উত্তরঃ সংকোশ নদী (Sankosh) পশ্চিমবঙ্গ ও আসামকে আলাদা করেছে।

৪) প্রশ্নঃ জানেন রামায়ণ (Ramayana) কথাটির অর্থ কী?
উত্তরঃ রামায়ণ কথাটির অর্থ রামের যাত্রা।

৫) প্রশ্নঃ বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয়?
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তীকে (Biharilal Chakraborty) বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়।

৬) প্রশ্নঃ ক্রিকেট খেলার ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি করা হয়?
উত্তরঃ ক্রিকেট খেলার ব্যাট তৈরি হয় উইলো কাঠ (Willow) দিয়ে।

Image

৭) প্রশ্নঃ বিনয়, বাদল ও দীনেশ এই তিন মহান ব্যক্তির পদবী কী ছিল?
উত্তরঃ বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত।

৮) প্রশ্নঃ হাওড়া ব্রিজের (Howrah Bridge) নাম কত সালে পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়?
উত্তরঃ ১৯৬৫ সালে হাওড়া ব্রিজের নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়।

৯) প্রশ্নঃ কে প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেন?
উত্তরঃ সিস্টার নিবেদিতা (Sister Nivedita) প্রথম ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা করেছিলেন।

Image

১০) প্রশ্নঃ একজন মহিলা কতটা সুন্দর সেটা বিজ্ঞানের কোন সূত্র দিয়ে বার করা হয়?
উত্তরঃ Golden ratio of beauty (গোল্ডেন রেশিও অফ বিউটি) সূত্র দিয়ে একজন মহিলা কতটা সুন্দর তা বের করা যায়।