কোন খাবারটি বছরের পর বছর রেখে দিলেও পচে যায় না?

বছরের পর বছর রেখে দেওয়ার পরেও পচে যায় না কোন খাবারটি?

General Knowledge Quiz : যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের অবশ্যই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এসএসসি হোক ব্যাঙ্কিং বা রেলওয়ে যেকোনো ধরনের পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয় এবং এর মাধ্যমে ওই প্রার্থীর বুদ্ধিমত্তারও পরিচয় পাওয়া যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ মানব শরীরের কোন অংশে কোনপ্রকার রক্ত পাওয়া যায় না?
উত্তরঃ চোখের কর্নিয়াতে।

২) প্রশ্নঃ একজন অপরাধী টাকা দিয়ে তার পরিবর্তে অন্য কাউকে জেল খাটাতে পারে কোন দেশে?
উত্তরঃ চীন দেশে।

৩) প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ই-কমার্স কোম্পানি কোনটি?
উত্তরঃ আমাজন কোম্পানি, যার কর্ণধার জেফ বেজোস।

৪) প্রশ্নঃ কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে?
উত্তরঃ বাদুড় হলো একমাত্র স্তন্যপায়ী প্রাণী যে উঠতে পারে।

৫) প্রশ্নঃ হাওড়া স্টেশনের কোন খাবারটি ভারত বিখ্যাত?
উত্তরঃ সাদা সন্দেশ।

৬) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটির প্রকৃতি সে দেশের পতাকাতে মেলে ধরে?
উত্তরঃ ভারতবর্ষের প্রকৃতি যেন ভারতবর্ষের পতাকা মেলে ধরে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় গেরুয়া মাঝের আকাশ সাদা এবং নিচের অংশটি সবুজ ক্ষেত থাকে। ফলে, এমনই অবয়ব তৈরি করে।

Image

৭) প্রশ্নঃ পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন কতটা বড়?
উত্তরঃ গবেষকদের দেওয়া তথ্য অনুসারে, পৃথিবীর চেয়ে সূর্য প্রায় ১৩ লক্ষ গুণ বড়।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে রবিবারে ছুটি থাকে না?
উত্তরঃ ইয়েমেন দেশে।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি ২০০০ সালে গঠিত হয়?
উত্তরঃ ছত্রিশগড়।

১০) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম ব্যাঙ্ক তৈরি হয়েছিল?
উত্তরঃ কলকাতা।

১১) প্রশ্নঃ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও গুগল বিশ্বের কোন দেশটিতে নিষিদ্ধ?
উত্তরঃ চীন দেশ।

১২) প্রশ্নঃ ভারতের গভীরতম নদীটির নাম কী?
উত্তরঃ ব্রহ্মপুত্র, যার সর্বোচ্চ গভীরতা প্রায় ৩৮০ ফুট।

১৩) প্রশ্নঃ কোন রঙের রাখি বাঁধা অশুভ বলে মনে করা হয়? 
উত্তরঃ কালো রঙের রাখি।

১৪) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম কী?
উত্তরঃ র‌্যাফ্লেসিয়া আর্নল্ডি।

১৫) প্রশ্নঃ কোন খাবারটি বছরের পর বছর রেখে দিলেও পচে যায় না?
উত্তরঃ মধু হলো একমাত্র খাবার যেটি বছরের পর বছর রেখে দিলেও পচে যায় না। জানলে অবাক হবেন, ৩০০০ বছরের পুরনো মিশরের পিরামিড থেকে কিছু মধুর ভাঁড় উদ্ধার হয়েছিল আর সেই মধুর স্বাদ তখনও একই ছিল।