ক্যুইজ : জানেন কোন তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে উঠেছে?

কলকাতা শহরটি গড়ে ওঠে কোন তিনটি গ্রামকে নিয়ে?

General Knowledge Quiz : আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা। বর্তমানে এসএসসি, ব্যাঙ্কিং ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। এছাড়া এর মাধ্যমে দেশ বিদেশ সম্পর্কে নানান তথ্য জানতে পেরে নলেজের বৃদ্ধি ঘটে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ দিল্লির লালকেল্লা (Red Fort) কে নির্মাণ করেছিলেন?
উত্তরঃ ১৬৪৮ সালে লালকেল্লা নির্মাণ করেন মুঘল শাসক শাহজাহান।

২) প্রশ্নঃ অটল টানেল (Atal Tunnel) কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ২০২০ সালে হিমাচল প্রদেশে অটল টানেল নির্মিত হয়। এই সুরঙ্গের নাম প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

৩) প্রশ্নঃ কোন রাজ্যটি ‘ভারতের মশলার বাগান’ (Spice Garden of India) নামে পরিচিত?
উত্তরঃ কেরালা রাজ্য।

৪) প্রশ্নঃ রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবে?
উত্তরঃ রাষ্ট্রপতি।

৫) প্রশ্নঃ সবচেয়ে বেশি সিংহ কোথায় দেখা যায়?
উত্তরঃ গুজরাট রাজ্যের গির জাতীয় অরণ্যে (Gir National Forest) সবচেয়ে বেশি সিংহ দেখা যায়।

৬) প্রশ্নঃ INA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে স্থাপন করেছিলেন?
উত্তরঃ ১৯৪২ সালে সিঙ্গাপুরে ক্যাপ্টেন জেনারেল মোহন সিং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন।

৭) প্রশ্নঃ কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার (Nobel Prize) প্রদান করে?
উত্তরঃ ১৯০১ সাল থেকে সুইডেন দেশ নোবেল পুরস্কার প্রদান করে। আর শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করেন নরওয়ে।

৮) প্রশ্নঃ বিখ্যাত সাঁচির স্তুপ কে নির্মাণ করেন?
উত্তরঃ সাঁচীর স্তূপ মৌর্য সম্রাট অশোক (Ashoka) দ্বারা খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দে নির্মিত হয়।

৯) প্রশ্নঃ বিখ্যাত অঙ্কন বা ছবি ‘সত্যম শিবম সুন্দরম’ (Satyam Shivam Sundaram) কে তৈরি করেছেন?
উত্তরঃ শিভনন্দন নাতিয়াল।

Image

১০) প্রশ্নঃ কোন তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে উঠেছে?
উত্তরঃ ১৭তম শতকের শেষভাগে সুতানুটি, ডিহি কলিকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে কলকাতা শহরটি গড়ে ওঠে।