জালিয়াতির নতুন ফাঁদ! অনলাইনে জিনিস অর্ডার করেও লোপাট হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! জানেন কীভাবে?

অনলাইনে অর্ডার করেও আপনাকে যে বিষয়ে সতর্ক হতে হবে

Online Fraud: এখন বাড়িতে বসেই অনলাইনে কেনাকাটার সুযোগ হয়েছে। অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart) এর মত বড় বড় ই-কমার্স ওয়েবসাইট থেকে প্রতিদিন লক্ষ লক্ষ জিনিস অর্ডার হয়। তবে এখানেই বড়সড় ফাঁদ পেতে রেখেছে জালিয়াতীরা। আপনার একটু ভুলেই সর্বস্ব হারাতে পারেন।

হামেশাই অনলাইন জালিয়াতির ঘটনাগুলি সামনে আসে। আপনি হয়তো কোনও জিনিসের অর্ডার দিয়েছেন এবং সেই জিনিসটির আসার অপেক্ষায় দিন গুনছেন। এমনকি আপনার প্রোডাক্টটা কতদূর এলো বা কোথায় পৌঁছালো তাও ট্রাক করতে পারছেন। কিন্তু এখানেই ফাঁদ পেতে রেখেছে জালিয়াতিরা। 

আসলে ডেলিভারি হওয়ার কিছু আগের মুহূর্তে জালিয়াতিরা আপনাকে ফোন করবে এবং তারা মিথ্যা করে কুরিয়ার সার্ভিসের নাম করে বলবে, “আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, আপনি এক্ষুনি ৫ টাকা পে করুন, তাহলে ডেলিভারি প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে যাবে।”

এরপর তারা আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করবে যা আপনিও পুরোটা সত্যি ভেবে নেবেন। এমনকি নিশ্চিতকরনের জন্য আপনার অর্ডার করা প্রোডাক্টের ডেলিভারির ট্রাক আইডি নম্বরটিও তারা বলে দেবে। তাই ৫ টাকা পে করার জন্য তারা আপনার ফোনে একটি লিঙ্ক মেসেজ পাঠাবে। 

এরপর ওই লিঙ্কে গিয়ে আপনার মোবাইল নম্বর এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তা সাবমিট করতে বলবে। এটা করলেই ওদের কাছে একটা ওটিপি চলে যাবে, এবার সেটাই আপনাকে মেসেজ করে পাঠাতে বলবে। কিন্তু আপনি এই ফাঁদে পা দিলেই সর্বস্ব হারাতে পারেন। মুহূর্তেই ফাঁকা হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট।

তাই ই-কমার্স সাইটের তরফে এই ধরনের কোন মেসেজ বা ফোন করা হয় না। যদি এমন কোনো ফোন আসে আপনি অবশ্যই পুলিশকে জানান অথবা তাদের নম্বর ব্লক করুন। তাই এখনই সাবধান হন, নাহলে জালিয়াতিদের ফাঁদে পড়ে আপনি বাড়িতে বসেও সর্বস্ব হারাতে পারেন।