ইন্টারভিউ প্রশ্ন: মেয়েরা নিজের স্বামীকে দেয় না, কিন্তু স্বামীর বন্ধু গেলে দেয়, সেটা কী?

কী সেই জিনিস মেয়েরা নিজের স্বামীকে দেয় না কিন্তু তার বন্ধু গেলে দেয়

Interview Questions: বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল।

১) প্রশ্নঃ অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যেই শহীদ হয়েছিলেন?
উত্তরঃ যতীন দাস।

২) প্রশ্নঃ ইউরেনাস গ্রহটি কত সালে আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ ১৭৭১ সালে।

৩) প্রশ্নঃ কোন নদীর সব থেকে বড় নিকাশি ব্যবস্থা আছে?
উত্তরঃ আমাজন নদীর।

৪) প্রশ্নঃ যানবাহনের ধোঁয়া থেকে নির্গত হয় কোন ক্ষতিকার?
উত্তরঃ সিসা

৫) প্রশ্নঃ স্বর্ণ উৎপাদনে বিশ্বের প্রথম শীর্ষস্থান অধিকারী দেশ কোনটি?
উত্তরঃ চীন।

৬) প্রশ্নঃ চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
উত্তরঃ সবুজ গ্রন্থি।

৭) প্রশ্নঃ আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ ১৭৭৬ সালে।

৮) প্রশ্নঃ কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে?
উত্তরঃ ২০০০ টাকার নোট।

৯) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি?
উত্তরঃ কয়লা।

১০) প্রশ্নঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কোন ভিটামিন?
উত্তরঃ ভিটামিন C.

১১) প্রশ্নঃ মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষা কী ছিল?
উত্তরঃ ফার্সি।

১২) প্রশ্নঃ বিখ্যাত টাইটানিক জাহাজটি কোন দেশ নির্মাণ করেছিল?
উত্তরঃ ইংল্যান্ড।

১৩) প্রশ্নঃ ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু হয়?
উত্তরঃ কলকাতা।

১৪) প্রশ্নঃ LPG সিলিন্ডারে কোন গ্যাস লীক হওয়ার সতর্কতা হিসাবে তীব্র গন্ধ নির্গত করে?
উত্তরঃ ইথাইল মার্কাপটান।

১৫) প্রশ্নঃ মেয়েরা নিজের স্বামীকে দেয় না, কিন্তু স্বামীর বন্ধু গেলে দেয়, সেটা কী?
উত্তরঃ মাথায় ঘোমটা (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।