ইন্টারভিউ প্রশ্ন: মেয়েরা সহ্য করতে পারে না, তবুও বলে আরো বেশি করে দাও, কী সেটা?

Interview Questions: দেশের প্রত্যেকটি মেধাবী ছাত্রের স্বপ্ন থাকে আইএএস অফিসার বা আইপিএস অফিসার হওয়া। এর পেছনে তাদের অনেক কঠোর পরিশ্রম থাকে। ভারতবর্ষে প্রতিবছর ইউপিএসসি-র মতো কঠিন পরীক্ষা হয়। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ নেয় কিন্তু তাতে কয়েকজনই সফল হতে পারেন।

আইএএস ইন্টারভিউ প্রশ্ন সবসময় শিরোনামে থাকে। বিভিন্ন ধরনের প্রশ্নের পাশাপাশি প্রার্থীর প্রেজেন্টস অফ মাইন্ড সম্পর্কেও পরীক্ষা করা হয়। অনেক ধাঁধার প্রশ্ন করা হয়, যার ফলে প্রার্থীরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন। বিগত কয়েক বছরে এমনই কিছু প্রশ্ন করা হয়েছিল, এবার তা উত্তর সহ দেখে নেওয়া যাক।

১) প্রশ্ন: শরীরের কোন অংশ জন্মের পর আসে এবং মৃত্যুর আগে চলে যায়?
উত্তর: মানুষের দাঁত।

২) প্রশ্ন: ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

৩) প্রশ্ন: মোটর গাড়ি থেকে কোন গ্যাস বের হয়?
উত্তর: কার্বন মনোক্সাইড।

৪) প্রশ্ন: ভারতে হীরার খনি কোন কোন রাজ্যে?
উত্তর: অন্ধ্রপ্রদেশ ও ছত্রিশগড়।

৫) প্রশ্ন: কে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন?
উত্তর: রাজা রামমোহন রায়।

Image

৬) প্রশ্ন: আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর: রাজস্থান।

৭) প্রশ্ন: জাতীয় সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি কে?
উত্তর: রাষ্ট্রপতি।

৮) প্রশ্ন: বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে?
উত্তর: দ্রৌপদী মুর্মু (১৬তম রাষ্ট্রপতি)

৯) প্রশ্ন: শুকনো বরফের উদাহরণ কী?
উত্তর: কার্বন ডাই অক্সাই।

১০) প্রশ্ন: প্রাথমিক রং কি কি?
উত্তর: লাল সবুজ ও নীল।

১১) প্রশ্ন: ভারতের কোন শহরটি ‘ব্লু সিটি’ নামে পরিচিত?
উত্তর: যোধপুর (রাজস্থান)।

Image

১২) প্রশ্ন: সম্রাট অশোকের উত্তরসূরি কে ছিলেন?
উত্তর: বিন্দুসার।

১৩) প্রশ্ন: ISRO সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ব্যাঙ্গালোর।

১৪) প্রশ্ন: মহারানা প্রতাপ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: চিতোরগড় (রাজস্থান)।

১৫) প্রশ্ন: মেয়েরা সহ্য করতে পারে না, তবুও বলে আরো বেশি করে দাও, সেটা কী?
উত্তর: ফুচকায় লঙ্কা দেওয়া (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)।