ভারতবর্ষে কতগুলি রেলস্টেশন রয়েছে, যার নাম শুনলে হাসি চেপে রাখতে পারবেন না

প্রতিটি জায়গার বিশেষ অর্থে স্টেশনগুলির নামকরণ করা হয়েছে। এরমধ্যে এমন কতগুলি ভারতীয় রেল স্টেশনের নাম শুনলে আপনি হাসি থামাতে পারবেন না। এই হাস্যকর স্টেশনগুলির নামের প্রকৃত অর্থ এমন না হলেও কোনো না কোনো কারণে সেগুলির নাম রাখা হয়েছে। এবার এক ঝলকে কয়েকটি স্টেশনের নাম জেনে নেওয়া যাক।

১) কুত্তা: কুত্তা নাম শুনলেই সবার প্রথমে আমাদের কুকুরের কথা মনে আসে। অনেক সময় গালি দিয়ে কুত্তা বলে সম্মোধন করি। এটি কর্ণাটকের একটি ছোট্ট গ্রাম কুত্তা। এই এলাকাটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও এই স্টেশনটির নাম সত্যিই হাস্যকর।

Image

২) টাট্টি খানা: নামটা শুনেই হেসে নিন খানিকটা। এই নাম শুনলে যে কোনও মানুষেরই হাসি পাবে। তেলেঙ্গানায় এই রেলস্টেশনটি অবস্থিত। এখানে জনবস্তি খুবই কম। তবে এই ষ্টেশনের নাম শুনলে হাসি চেপে রাখা দায়।

৩) বাপ: এই রেলস্টেশনের নাম শুনলে বাপের কথা সকলের মনে পড়ে! কি অদ্ভুত নাম। এই স্টেশনটি রাজস্থানে যোধপুরে অবস্থিত।

Image

৪) নানা: বাপের পর রাজস্থানের আরেকটি স্টেশনের নাম নানা। এই স্টেশনের খুব কাছে অবস্থিত বিখ্যাত শহর উদয়পুর।

Image

৫) দিওয়ানা: প্রেম ভালোবাসার আরেক নাম দিওয়ানা! এই রেলওয়ে স্টেশনটি হরিয়ানার পানিপথে অবস্থিত। এটা খুবই একটি ছোট্ট রেল স্টেশন।

Image

৬) দারু: যদিও এই স্টেশনটির মদের সাথে কোন সম্পর্ক নেই তবু এর নাম দারু রেলস্টেশন। ঝাড়খণ্ডের হাজারীবাগ জেলায় অবস্থিত এবং স্টেশনটির নামেই এই গ্রামটিরও নামকরণ করা হয়েছে দারু।

৭) সালি: রাজস্থানের আরও একটি রেলটেশনের নাম শুনলে হাসি পাবে, তা হলো সালি। এই স্টেশনটি যোধপুর জেলায় রয়েছে। এটি আজমির থেকে ৫৩ কিলোমিটার দূরে অবস্থিত।

৮) বিল্লি: এই এলাকাটা বিড়ালে ভরপুর কিনা জানা নেই, তবে স্টেশনটির নাম বিল্লি। এই রেলওয়ে স্টেশনটি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত। এটি একটি খুবই বিখ্যাত স্টেশন।