ক্রিকেটের ইতিহাসে এমন পাঁচটি অপ্রত্যাশিত রেকর্ড, যা কেউ কখনো আশা করেনি

ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা। পরের বলে কী হতে চলেছে তা কেউ অনুমান করতে পারে না। এমনকি পিচ বা আবহাওয়া কেমন আচরণ করবে তাও কেউ জানে না। এই পরিস্থিতিতে যদি কোনও খেলোয়াড় ভাল খেলে তবে সত্যিই প্রশংসনীয়।

বর্তমানে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি তিনটি ফরম্যাটই আন্তর্জাতিকভাবে ক্রিকেট অনুষ্ঠিত হয়। কিন্তু, আজকের প্রতিবেদনে ক্রিকেট বিশ্বের এমন কিছু রেকর্ড সম্পর্কে বলা হয়েছে যা কেউ কখনো আশা করেনি।

১) শেন ওয়ার্ন এর চেয়েও বেশি উইকেট পেয়েছেন জয়সুরিয়া: 

10 Bowlers with the Most wicket in ODI Cricket (Updated)

বিশ্বের সেরা লেগ স্পিনার হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন, টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (৭০৮) শিকারী। তবে ওয়ানডে ম্যাচে শেন ওয়ার্ন এর চেয়েও বেশি উইকেট পেয়েছেন সনাথ জয়সুরিয়া। জানিয়ে রাখি, শেন ওয়ার্ন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৯৩টি উইকেট এবং জয়সুরিয়া ৩২৩টি উইকেট দখল করেছেন।

২) শোয়েব আখতারের চেয়েও বেশি বল করেছেন শচীন টেন্ডুলকার:

Sachin Tendulkar the bowler has some amazing stats!

‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের কেবল ব্যাটসম্যান হিসেবে নয়, তার নামে কয়েকটি বোলিং রেকর্ডও রয়েছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৮,০০০ এর বেশি বল করেছেন। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার মোট ৭,৭৬৪ বল করেন। 

৩) ভারতের দ্রুততম হাফসেঞ্চুরিটি একজন বোলারের নামে:

Birthday Special: Five most unforgettable feats of Ajit Agarkar - 100MB

বিশ্বের সেরা ব্যাটসম্যানেরা ভারতবর্ষের বুকে জন্মেছেন। তবে আশ্চর্যজনকভাবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ডটি রয়েছে একজন বোলারের নামে। জানিয়ে রাখি, ২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় বোলার অজিত আগারকার ২৫ বলে ৬৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। আর এই ম্যাচেই তিনি ২১ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েন, যা আজও অক্ষত রয়েছে।

৪) ১৫০ এর বেশি ম্যাচ খেলেও কোন সেঞ্চুরি নেই:

Top 5 Unbreakable Records In ODI Cricket – Just Bureaucracy

বর্তমান পাকিস্তানের কোচ মিসবাহ-উল-হককে তার সময়ে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হতো। তার নামে ১০টি টেস্ট সেঞ্চুরি রয়েছে, এমনকি এশিয়ার ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সেঞ্চুরি করার কৃতিত্বও অর্জন করেছেন। তবে ১৬২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার পরেও তার ব্যাট থেকে কোনও সেঞ্চুরি আসেনি। মিসবাহ’র সর্বোচ্চ স্কোর ৯৬ রান।

৫) বিশ্বের সেরা ব্যাটসম্যানদের চেয়েও বেশি আক্রমের সর্বোচ্চ স্কোর:

5 Batting records held by bowlers in Test cricket

বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানের কথা বললে শচীন টেন্ডুলকার (২৪৮), রিকি পন্টিং (২৪১), জ্যাক ক্যালিস (২২৪), রাহুল দ্রাবিড় (২৩৩) ও সম্প্রতি বিরাট কোহলির (২৫৪) নাম উল্লেখ করা যায়। প্রসঙ্গত, ১৯৯২ সালে পাকিস্তানি বাঁহাতি ফাস্ট বোলার ওয়াসিম আক্রম জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে ২৫৭ রানের একটি ইনিংস খেলেছিলেন। তার এই সর্বোচ্চ রানের রেকর্ডটি আজও অনেকেই ভাঙতে পারেন নি।