২০১১ বিশ্বকাপজয়ী দলের ৫ খেলোয়াড়, যারা এখনো অবসর গ্রহণ করেননি

২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে একটি। এই বিশ্বকাপে প্রথমবার কোন আয়োজককারী দেশ চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ ২৮ বছর পর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল।

এই জয়ের পিছনে প্রতিটি খেলোয়াড়ের বিশেষ অবদান রয়েছে। বিশ্বজয়ের ১০ বছর পেরিয়ে গেছে তবুও এমন ৫ খেলোয়াড় রয়েছেন, যারা এখনও অবসর গ্রহণ করেননি। তাদের মধ্যে কেউ কেউ এখন জাতীয় দলের প্রধান স্তম্ভ। 

👉🏻 এবার সেই তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) হরভজন সিং:

Hurt' Harbhajan Singh Declares He's Ready To Make India Comeback

২০১১ বিশ্বকাপে হরভজন সিং সমস্ত ম্যাচ গুলি তিনি খেলেন এবং এরপরেও খেলা চালিয়ে যান। তবে ২০১৬ সালের পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতে তার পক্ষে ফিরে আসা খুবই কঠিন। শীঘ্রই তিনি ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। 

২) শান্তকুমারন শ্রীশান্ত

S Sreesanth names the cricketer who helped him feature in the 2011 World Cup final | CricketTimes.com

ভারতীয় দলের ফাস্ট বোলার শান্তকুমারন শ্রীশান্তও ২০১১ বিশ্বকাপের ২টি ম্যাচে অংশ নিয়েছিলেন। তবে ২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত হয়ে নিষিদ্ধ হন। গত বছরই হাইকোর্ট থেকে ক্লিন চিট পেয়েছেন, তবে জাতীয় দলে ফিরে আসা তাঁর পক্ষে আর সম্ভব নয়। 

৩) পিয়ুষ চাওলা:

15 Facts about Piyush Chawla - The Lucky Mascot of Indian Cricket

ভারতীয় দলের অন্যতম সেরা লেগ স্পিনার পিয়ুষ চাওলা তার প্রতিভার পরিচয় দিলেও বেশিদিন টিকতে পারেন নি। ২০১১ বিশ্বকাপে তাকে কয়েকটি ম্যাচে খেলতে দেখা গিয়েছিল কিন্তু এরপরে আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। 

৪) রবিচন্দ্রন অশ্বিন:

Everybody said if Ashwin plays, India will win the World Cup' | Cricket - Hindustan Times

অভিষেকের পরেই ২০১১ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে ২০১৫ সালের পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে তাকে খুব একটা দেখা যায়নি। তবে বর্তমানে ভারতীয় টেস্ট দলে রবীচন্দ্রন অশ্বিন প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন। 

৫) বিরাট কোহলি:

Virat Kohli was potentially a great player in 2011 and he is...": Gary Kirsten | Cricket News – India TV

যদিও এই মুহূর্তে বিরাট কোহলির অবসরের কোনো পরিকল্পনা নেই তবে তিনি ২০১১ বিশ্বকাপে বিজয়ী দলের সদস্য ছিলেন। তিনি তার দুরন্ত ব্যাটিং এর মাধ্যমে অকল্পনীয় রেকর্ডগুলি অর্জন করেছেন। এই মুহূর্তে তিন শ্রেণীর ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন ‘কিং কোহলি’। তার ফিটনেসের কথা বললে এখনো ৭-৮ বছর অনায়াসে তিনি পার করে দিতে পারবেন।