কেউ দ্বাদশ শ্রেণী, তো কেউ ইঞ্জিনিয়ার; রইল কোহলি-ধোনিদের শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি ভারতীয় ক্রিকেটার এক একটি নক্ষত্র। তাদের বোলিং ব্যাটিং-এ মুগ্ধ করেছে গোটা দেশকে। তবে খেলার প্রতি অতিরিক্ত মনোনিবেশ করায় অল্প বয়সেই ছাড়তে হয়েছিল শিক্ষা জীবনের গণ্ডি। আবার কেউ খেলার সাথে সাথে সমান তালে পড়াশোনা চালিয়ে গেছেন।  

তবে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি দিয়ে একজন ক্রিকেটারের দক্ষতা নির্ণয় করা যায় না। সে যাই হোক, আজকের প্রতিবেদনে রয়েছে ১০ জনপ্রিয় ভারতীয় ক্রিকেটারের শিক্ষাগত যোগ্যতা; এবার জেনে নেওয়া যাক:-

১) শচীন টেন্ডুলকার:

The Legends Have Spoken! Here are Their Favorites for CWC 2019. - BalleBaazi Blog

মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। ওই সময়ে বিশ্বের তাবড় তাবড় বোলারদের সামলাতে গিয়ে দ্বাদশ শ্রেণীর পর শিক্ষা জীবনে ইতি টেনে ছিলেন।

২) বিরাট কোহলি:

IND vs ENG, 1st Test: Virat Kohli stands tall amidst ruins, scores maiden Test century in England

ভারতীয় ক্রিকেটে শচীন টেন্ডুলকারের উত্তরসূরি হিসেবে বিরাট কোহলি পরিচিত। বিশেষজ্ঞরা মনে করেন মাস্টার ব্লাস্টার রেকর্ড একমাত্র তিনিই ভাঙতে পারেন। শচীনের মতোই কোহলিও দ্বাদশ শ্রেণীর পর পড়াশোনা শেষ করেছিলেন। 

৩) মহেন্দ্র সিং ধোনি:

Ravindra Jadeja Proves DRS King MS Dhoni Wrong In A Smart Review Against West Indies

বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলে আসার আগে রেলের টিকিট পরীক্ষক ছিলেন। এই মহান ক্রিকেটার খেলার পাশাপাশি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।  

৪) যুবরাজ সিং:

Does Yuvraj Singh deserve a farewell match? Here is Sourav Ganguly's take - Sports News

মহেন্দ্র সিং ধোনির সতীত্ব হলেও দ্বাদশ শ্রেণীর পর এগোতে পারেননি যুবরাজ সিং। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব সামলে শচীন-সৌরভদের সাজঘরে পা রেখেছিলেন এই ভারতীয় অলরাউন্ডার।

৫) রোহিত শর্মা:

217 sixes in 3 years: Birthday boy Rohit Sharma is a six-hitting machine - Sports News

একবার সেট হয়ে গেলে রোহিত শর্মা ছক্কার বন্যা বইয়ে দিতে পারেন তা সকলেরই জানা। তবে ক্রিকেটের প্রতি অতিরিক্ত মনোনিবেশ করায় দ্বাদশ শ্রেণীর পর শিক্ষা জীবনে ইতি টানতে হয়েছিল।  

৬) অনিল কুম্বলে:

Don't know why people compared me with Shane Warne, wonders Anil Kumble | Business Standard News

ভারতীয় দলের সর্বোচ্চ উইকেট শিকারী অনিল কুম্বলে ক্রিকেটের সমান তালে চালিয়ে গেছেন পড়াশোনাও। বেঙ্গালুরু থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন।

৭) জাহির খান:

IPL 2020: Adjusting to new normal won't be difficult: Zaheer Khan on post-COVID-19 world | Cricket News – India TV

দ্বাদশ শ্রেণী পাস করার পর ইঞ্জিনিয়ার হওয়ার আশায় কলেজে ভর্তিও হয়েছিলেন। তবে দেশের হয়ে বল হাতে নিয়ে উইকেট নেওয়ার দায়িত্ব সামলাতে গিয়ে শিক্ষা জীবনের ইতি টানতে হয় তাকে।

৮) শিখর ধাওয়ান:

Shikhar Dhawan 'Humbled' to Lead Team India for the Upcoming Series Against Sri Lanka

২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ভারতীয় বাঁহাতি ওপেনারের পথ চলা শুরু। আসন্ন শ্রীলংকা সফরে কোহলির অবর্তমানে গুরুদায়িত্ব ধাওয়ানের কাঁধে। দ্বাদশ শ্রেণীর পর তিনি আর পড়াশোনার দিকে এগিয়ে যাননি। 

৯) বীরেন্দ্র শেহবাগ:

Virendra Sehwag takes cricket coaching online with sports startup Cricuru | Business Standard News

বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ, যাকে ভিভ রিচার্ডসের সাথে তুলনা করা হয়। পড়াশোনার সাথে সাথে ক্রিকেটও চালিয়ে গেছেন। শেহবাগ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন।

১০) সৌরভ গাঙ্গুলী:

Sourav Ganguly admitted to hospital in Kolkata after 'mild cardiac arrest', condition stable

প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি খেলার সঙ্গে সমানতালে পড়াশোনাও চালিয়ে গেছেন।