বুদ্ধির খেলা: সাংকেতিক চিহ্ন দুটি দেখে বলুন ছবিতে থাকা মেয়েটির নাম কী হবে?

কেবল বুদ্ধিমানেরাই ছবিতে থাকা মেয়েটির নাম বলতে সক্ষম হবেন

Brain Teaser: আজকাল ইন্টারনেটে ধাঁধার পোস্ট বলিস হামেশাই ভাইরাল হচ্ছে। কখনো এর মাধ্যমে লুকিয়ে থাকা বস্তুটিকে খুঁজে বার করতে আবার দুটি সাংকেতিক চিহ্ন দ্বারা নামটি অনুসন্ধান করতে হয়। অনেকেই রয়েছেন যারা এই ধরনের ধাঁধা সমাধান করতে বেশ পছন্দ করেন। যদিও বেশিরভাগই ব্যর্থ হন।

এই প্রতিবেদনে তেমন একটি নতুন ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন একটি সুন্দর মেয়ে, যার পাশে একটি গাণিতিক চিহ্ন আর একটি ইংরেজির ‘No’ এর চিহ্ন রয়েছে। এখন আপনাকে এই দুটি সাংকেতিক চিহ্নকে মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কি হবে?

তবে ইতিমধ্যে যদি আপনি বুঝে গিয়ে থাকেন, তাহলে আপনার মস্তিষ্ক অন্যান্যদের তুলনায় অনেক দ্রুত চলে এবং আপনি একজন জিনিয়াস। দাবি করা হয়েছে যে, কেবল বুদ্ধিমানেরাই এই মেয়েটির নাম বলতে সক্ষম হবেন। এখন আপনার সুযোগ আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মেয়েটির নাম অনুসন্ধান করা।

এটি একটি চ্যালেঞ্জের মত যা আপনার আইকিউ লেভেলের পরিচয় দেবে। তাই অনেকেই ছবিটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে চিন্তাভাবনা করার পরও মেয়েটির নাম বলতে ব্যর্থ হয়েছেন।কিন্তু ইতিমধ্যেই যারা মেয়েটির নাম বলতে সক্ষম হয়েছেন তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়।

আশা করি আপনিও এই চ্যালেঞ্জটি পূরণ করতে সক্ষম হয়েছেন। কিন্তু যারা মেয়েটির নাম বলতে ব্যর্থ হয়েছেন তাদের বিচলিত বা চিন্তা করার কিছু নেই, পরবর্তীতে আরো অনেক এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসা হবে সেখানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। এছাড়া মেয়েটির নাম নিচে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আসলে এই ধরনের ধাধার চ্যালেঞ্জগুলি খুবই খুঁটিনাটিয়ে দেখতে হয় এবং একটু ভিন্নভাবে পর্যবেক্ষণ করলেই ধাঁধার রহস্য বেরিয়ে আসে। মেয়েটির পাশে রয়েছে গাণিতিক চিহ্ন, যাকে ‘অঙ্ক’ বলা হয়। আর নিচেই রয়েছে ইংরেজির ‘No’ এর চিহ্ন, অর্থাৎ না। এবার পাশাপাশি চিহ্ন দুটি মেলালে হয়, অঙ্ক+না= অঙ্কনা। সুতরাং, মেয়েটির নাম হবে ‘অঙ্কনা’।