ইন্টারভিউ প্রশ্ন: স্ত্রীর সবকিছু নিলেও একটি জিনিস স্বামী নেয়না, সেটা কী?

Interview Questions: প্রতিটি ছাত্রের স্বপ্ন থাকে উচ্চপদস্থ পদে চাকরি করা। এর জন্য তারা দীর্ঘদিন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ দেয়। তবে এই পর্বে সাফল্য পাওয়া এত সহজ নয়। প্রার্থীদের এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যাতে তারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। কয়েক বছরে এমনই কিছু প্রশ্ন করা হয়েছে এবার তা উত্তর সহ দেখে নেওয়া যাক….

১) প্রশ্ন: কলকাতাকে ‘প্রাসাদ নগরী’ আখ্যা দিয়েছেন কে?
উত্তর: রবার্ট ক্লাইভ।

২) প্রশ্ন: ভূতের ভীতি কে কি বলা হয়?
উত্তর: স্পেট্রোফোবিয়া।

৩) প্রশ্ন: ‘বলুন তো দুধের রঙ সাদা কেন হয়?
উত্তর: দুধের রঙ সাদা হয় মূলত ক্যাসেন-এর জন্য। এই ক্যাসেন এক ধরনের প্রোটিন। দুধে এই প্রোটিনই সবচেয়ে বেশি পরিমাণে থাকে তাই দুধকে সাদা দেখায়। 

৪) প্রশ্ন: ভারতের সর্বাধিক পঠিত ইংরেজি দৈনিক কোনটি?
উত্তর: দ্যা টাইমস অফ ইন্ডিয়া।

৫) প্রশ্ন: ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়?
উত্তর: ১৯৭৫ সালে।

৬) প্রশ্ন: ভারতের নীলগিরি পর্বত কোন জাতীয় পর্বত শ্রেণী?
উত্তর: স্তূপ পর্বত।

Image

৭) প্রশ্ন: অণুজীবের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে ব্যবহারিক একক কি?
উত্তর: ন্যানোমিটার।

৮) প্রশ্ন: ‘সত্যমেব জয়তে’ এটি কোন প্রাচীন শাস্ত্রের মধ্যে রয়েছে
উত্তর: মুণ্ডক উপনিষদ।

৯) প্রশ্ন: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় অধিনায়ক কে ছিলেন?
উত্তর: অজিত ওয়াদেকর।

১০) প্রশ্ন: বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
উত্তর: ৪ই ফেব্রুয়ারি।

১১) প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি শাসন চালু হয় কোন রাজ্যে?
উত্তর: পাঞ্জাব।

১২) প্রশ্ন: নোকিয়া কোম্পানিটি কোন দেশের?
উত্তর: ফিনল্যান্ড।

Image

১৩) প্রশ্ন: কোন মহাসাগরকে বলা হয় ‘আগ্নেয় মেঘলা’?
উত্তর: প্রশান্ত মহাসাগর।

১৪) প্রশ্ন: জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করতে কোন যন্ত্রের ব্যবহৃত হয়?
উত্তর: ক্রোনোমিটার।

১৫) প্রশ্ন: স্ত্রীর সবকিছু নিলেও একটি জিনিস স্বামী নেয়না, সেটা কী? 
উত্তর: পদবি।